Sawan Last Somvar 2025: শ্রাবণের শেষ সোমবারেই 'জ্যাকপট'...! মাহেন্দ্রক্ষণে দেবাদিদেবকে নিবেদন করুন বিশেষ চার জিনিস, শিবের কৃপায় কাটবে ফাঁড়া, খুলবে বন্ধ ভাগ্য
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sawan Last Somvar 2025: আজ, ১১ অগাস্ট শ্রাবণের শেষ সোমবার৷ শ্রাবণ মাস প্রায় শেষের পথে৷ শেষ সোমবার কিন্তু ভোলেনাথকে তুষ্ট করার শেষ সুযোগ৷ এই দিন বিশেষ কয়েকটি জিনিস মহাদেবকে নিবেদন করলেই ঘুরবে ভাগ্যের চাকা৷
advertisement
1/6

শ্রাবণ মাস মানেই ভোলেনাথের মাস৷ এই মাসে সমস্ত ভক্তরা নিষ্ঠা ভরে ভোলেনাথের পূজা করে৷ আজ, ১১ অগাস্ট শ্রাবণের শেষ সোমবার৷
advertisement
2/6
শ্রাবণ মাস প্রায় শেষের পথে৷ শেষ সোমবার কিন্তু ভোলেনাথকে তুষ্ট করার শেষ সুযোগ৷ এই দিন বিশেষ কয়েকটি জিনিস মহাদেবকে নিবেদন করলেই ঘুরবে ভাগ্যের চাকা৷
advertisement
3/6
ভগবান শিবকে যে যার মনের বাসনা অনুযায়ী বিভিন্ন জিনিস দিয়ে শিবকে অভিষের করে থাকেন৷ শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় দুধ ঢালা আবশ্যক৷ দুধ ঢালার পর গঙ্গাজল শিবের মাথায় ঢালতে ভুলবেন না৷
advertisement
4/6
বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয়৷ শ্রাবণের শেষ সোমবারে মহাদেবকে বেলপাতা নিবেদন করুন৷ কোনওভাবেই ভুল করবেন না, তাহলেই কিন্তু দেবাদিদেব রুষ্ট হবেন৷ তবে বেলপাতাতে যেন কোনও ছিদ্র না থাকে, সেটা খেয়াল রাখতে হবে৷ তিন পাতাযুক্ত বেলপাতা নিবেদন করবেন৷
advertisement
5/6
মহাদেবের প্রিয় একটা ফুল হল ধুতুরা ও আকন্দ৷ শ্রাবণের শেষ সোমবার আর যে কোনও ফুলই নিবেদন করুন না কেন, অবশ্যই এই দুটো ফুল মহাদেবকে নিবেদন করতে হবে৷ তাহলেই ভোলেবাবা প্রসন্ন হবেন৷
advertisement
6/6
ভোলেনাথকে যে কোনও ফল নিবেদনের পাশাপাশি পঞ্চামৃত বানিয়ে নিবেদন করুন৷ শিবলিঙ্গে জল ঢালার পর অবশ্যই সেই পঞ্চামৃত মুখে দিয়ে অন্যান্য খাবার গ্রহণ করুন৷ পাশাপাশি মিষ্টি ভোগও নিবেদন করতে পারেন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sawan Last Somvar 2025: শ্রাবণের শেষ সোমবারেই 'জ্যাকপট'...! মাহেন্দ্রক্ষণে দেবাদিদেবকে নিবেদন করুন বিশেষ চার জিনিস, শিবের কৃপায় কাটবে ফাঁড়া, খুলবে বন্ধ ভাগ্য