Sawan 2025: শ্রাবণ মাসে বক্রেশ্বরে রাত দু'টোতেই খোলা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ! চলছে প্রস্তুতি
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Sudipta Garain
Last Updated:
Sawan 2025: শ্রাবণের সোমবার রাত ২টোর আগেই খুলছে বক্রেশ্বর মন্দিরের দরজা, ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি!
advertisement
1/8

বীরভূম: বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বর এবার প্রস্তুত ‘শ্রাবণ উৎসব’-এর ভক্ত সমুদ্র সামলাতে। শ্রাবণ মাসে পুণ্যলাভের আশায় শিবভক্তদের ঢল নামবে বক্রেশ্বরে।
advertisement
2/8
সেই ভিড় সামাল দিতে এবছর ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল বক্রেশ্বর মন্দির কমিটি ও পুলিশ প্রশাসন—শ্রাবণ মাসের প্রতিটি সোমবার রাত দু\'টো থেকেই খুলে দেওয়া হবে বক্রেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ।
advertisement
3/8
প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বক্রেশ্বরে আসেন বাবা বক্রনাথের মাথায় জল ঢালতে হাজার হাজার তীর্থযাত্রী। এবছর শুরু ১৮ জুলাই থেকে, আর প্রতিটি সোমবার যেন রীতিমতো মিলন মেলা।
advertisement
4/8
সেই ভিড় নির্বিঘ্নে সামলাতে মন্দির কমিটি ও দুবরাজপুর থানার যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
advertisement
5/8
বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবায়িত সমিতির সদস্য দেবনাথ মুখার্জী জানান, “পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাত দু'টো থেকে মন্দির খুলে দেওয়া হবে শুধুমাত্র সোমবারগুলিতে। ছেলেদের ও মেয়েদের আলাদা লাইনে জল ঢালার সুযোগ পাবেন ভক্তরা।
advertisement
6/8
তবে দীর্ঘক্ষণ ধরে পূজোর সুযোগ এদিন থাকবে না। বাবার মাথায় জল ঢেলে ও বিল্বপত্র দিয়ে ভক্তদের বেরিয়ে আসতে হবে।”
advertisement
7/8
শুধু তাই নয়, শিলিগুড়ি থেকে কলকাতা—উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের ভক্তদের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ ফোর্সের পাশাপাশি সেবায়িতরা সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন। প্রসাদ বিতরণের জন্য বহুস্থানে রাখা হয়েছে ভান্ডারের ব্যবস্থা।
advertisement
8/8
পুরো সতীপীঠ চত্বর ইতিমধ্যেই সেজে উঠেছে উৎসবের রঙে। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বক্রেশ্বর যেন পরিণত হবে দেবভক্তদের এক মহামিলনক্ষেত্রে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sawan 2025: শ্রাবণ মাসে বক্রেশ্বরে রাত দু'টোতেই খোলা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ! চলছে প্রস্তুতি