Sun-Shani Conjuction|Samsaptak Yog: সূর্য-শনি মুখোমুখি! তুমুল অশুভ সমসপ্তক সংযোগ, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা, জীবন নরকে পরিণত হবে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Samsaptak Yog: ১৭ অগাস্ট পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে, ৪ রাশির জাতক-জাতিকারা সাবধানে থাকুন
advertisement
1/9

সূর্য গত ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করেছেন ৷ একই সঙ্গে শনি মকর রাশিতে প্রবেশ করেছেন ৷ এই অবস্থায় সূর্য ও শনি সামনাসামনি অবস্থান করছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
শনি ও সূর্যের এই কুপ্রভাবের ফলে অশুভ পল পেতে চলেছেন চার রাশির জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
এরফলেই সমসপ্তক যোগের সূচনা হয়েছে ৷ সূর্য ও শনি পিতাপুত্র হোয়া সত্ত্বেও পরস্পরের সঙ্গে কোনও সখ্যতা নেই ৷ শনি ও সূর্যের আশুভ সংযোগ কয়েকটি রাশির উপরে সরাসরি পড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এই রাশির জাতক-জাতিকাদের ১৭ অগাস্ট পর্যন্ত সাবধানে থাকতে হবে ৷ মিথুন, সিংহ, ধনু ও কুম্ভ রাশি রয়েছে ৷ সিংহ রাশির স্বামী সূর্য ও কুম্ভ রাশির স্বামী শনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
তাই বিশেষত এই দুই রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
এই অশুভ সংযোগের ফলে এই রাশির জাতক-জাতিকাদের বেশ কিছু মামলায় ব্যর্থ হতে হবে ৷ বেশ কোনও বড় ডিল বাতিল হতে পারে ৷ বুঝে শুনে যেকোনও নির্ণয় নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
চাকরির জায়গায় উচ্চপদস্থ আধিকারিক বা কর্মীর সঙ্গে মতান্তবর হতে পারে ৷ চাকরি ছাড়ার স্থিতিও উপস্থিত হতে পারে ৷ তাই এই সময়ে ক্রোধ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
নিজের কাজ নিয়ে থাকাটাই অত্যন্ত জরুরি ৷ এই সময়ে ক্ষতি হতে পারে ৷ বিনিয়োগে লোকসান হবে ৷ অন্যদিকে বেশ কিছু পুরনো রোগ ভোগাতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sun-Shani Conjuction|Samsaptak Yog: সূর্য-শনি মুখোমুখি! তুমুল অশুভ সমসপ্তক সংযোগ, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা, জীবন নরকে পরিণত হবে