TRENDING:

Saturn Transit: ৩ রাশির জন্মপত্রিকায় বড় শুভ যোগ, শনিদেবের মহাপুরুষ রাজযোগে হবেন মালামাল

Last Updated:
Zodiac Signs: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১২ জুলাই ২০২২ থেকে, শনিদেব মকর রাশিতে একটি বিপরীতমুখী অবস্থানে অধিষ্ঠিত রয়েছেন৷  শনিদেব ২৩ অক্টোবর ২০২২ পর্যন্ত এই অবস্থানে থাকবেন।
advertisement
1/5
৩ রাশির জন্মপত্রিকায় বড় শুভ যোগ, শনিদেবের মহাপুরুষ রাজযোগে হবেন মালামাল
#কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ি, আড়াই বছর পর শনিদেব তার রাশি পরিবর্তন করেন। তবে গ্রহ নক্ষত্রের বিশেষ যোগে এই আড়াই বছর মেয়াদকালের আগেও শনির গোচর রয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১২ জুলাই ২০২২ থেকে, শনিদেব মকর রাশিতে একটি বিপরীতমুখী অবস্থানে অধিষ্ঠিত রয়েছেন৷  শনিদেব ২৩ অক্টোবর ২০২২ পর্যন্ত এই অবস্থানে থাকবেন।
advertisement
2/5
এই অবস্থানে থাকার সময়ে শনিদেব ৩ রাশির জাতক জাতিকার জন্য মহাপুরুষ রাজযোগ তৈরি করছেন। জ্যোতিষীরা বিশ্বাস করেন যে এই রাজযোগ যখন যে রাশিতে তৈরি হয় তার জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রের  অনুযায়ি এবারের অবস্থানের জন্য শনিদেবের তৈরি মহাপুরুষ রাজ যোগ ৩ রাশির জাতক জাতিকাদের জন্য  শুভ বিবেচিত হচ্ছে।
advertisement
3/5
মেষ রাশি- জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাপুরুষ যোগ মেষ রাশির জাতক-জাতিকদের জন্য অত্যন্ত শুভ হবে। এই যোগের শুভ প্রভাবের কারণে হঠাৎ করেই অর্থের যোগানের শ্রীবৃদ্ধি হবে৷  এই যোগের ফলে কর্মক্ষেত্রে বড় লাভের সম্ভবনা রয়েছে৷ ফলে যাঁরা ব্যবসা করবেন তাঁদের যেমন শ্রীবৃদ্ধি হবে ঠিক তেমনিই চাকুরিজীবীরা নতুন চাকরির অফার পেতে পারেন। বর্তমান চাকরিতেও পদোন্নতির সুযোগ থাকবে৷ এই দারুণ সময় অক্টোবর অবধি থাকতে পারে৷
advertisement
4/5
মিথুন - শনিদেবের সৃষ্ট মহাপুরুষ যোগের প্রভাবে মিথুন রাশির  কর্মজীবনে  সাফল্য পাওয়ার সম্ভবনা রয়েছে৷  এই রাশির জাতক -জাতিকারা যারা ব্যবসা করছেন, তাঁদেরও দারুণ সময়৷ রয়েছে শনিদেবের বিশেষ আশীর্বাদ ৷ যেহেতু অক্টোবর মাস পর্যন্ত এই যোগ রয়েছে তাই এই পুরো সময়টা ব্যবসায় লাভ হতে পারে। ব্যবসায় নানা উৎস থেকে অর্থনৈতিক লাভের যোগ তৈরি হবে। বিদেশেও কাজে সুবিধা পেতে পারেন। চাকুরিজীবীদের ক্ষেত্রে নতুন কাজের প্রস্তাব পাওয়ার সম্ভবনাও থাকছে৷
advertisement
5/5
কন্যা রাশি - জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শনির এই রাজ যোগ কন্যা রাশিতেও নিজেদের শুভ প্রভাব দেখাবে৷ সব ধরণের কাজেই সাফল্য পাবেন। আটকে থাকা কাজ মিটে যাবে। ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে উন্নতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও  সাফল্য অধরা থাকবে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saturn Transit: ৩ রাশির জন্মপত্রিকায় বড় শুভ যোগ, শনিদেবের মহাপুরুষ রাজযোগে হবেন মালামাল
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল