Shani nakshatra parivartan 2024: বাড়ছে শনির শক্তি আগামী ক'দিনে বদলাবে ৩ রাশির ভাগ্য! টাকা-পয়সা, উন্নতিতে ভরবে কেরিয়ার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Horosope career: বৈদিক শাস্ত্র মতে, কর্মফল দাতা এবং ন্যায়ের দেবতা শনি ১৯ অগাস্ট অর্থাৎ রাখিবন্ধনের দিন পূর্বভাদ্রপদ নক্ষত্রের আগের পদে প্রবেশ করেছে।
advertisement
1/5

বৈদিক শাস্ত্র মতে, কর্মফল দাতা এবং ন্যায়ের দেবতা শনি ১৯ অগাস্ট অর্থাৎ রাখিবন্ধনের দিন পূর্বভাদ্রপদ নক্ষত্রের আগের পদে প্রবেশ করেছে। শনি এই সময় তিন রাশির জাতকদের ভাল ফল দিতে পারে।
advertisement
2/5
শাস্ত্র মতে, ৩ অক্টোবর পর্যন্ত শনি পূর্বভাদ্রপদে থাকবে। এর মধ্যেই ভাগ্য বদলাবে তিন রাশির। অর্থলাভ, কেরিয়ারে উন্নতি-সহ একাধিক লাভের সুযোগ রয়েছে তিন রাশির জাতকদের।
advertisement
3/5
বৃষরাশি: শনির নক্ষত্র পরিবর্তনের ফলে বৃষরাশির জাতকদের বেশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষরাশির জাতকদের কেরিয়ারে উন্নতি করতে পারে শনি। চাকরিজীবী এবং ব্যবসায়ীদেরও লাভ হতে পারে, যারা চাকরি বদলাতে চলেছেন তাদেরও সাফল্য আসতে পারে।
advertisement
4/5
মিথুন রাশি: মিথুন রাশির জাতকরাও এই সময়ে উন্নতি করার সুযোগ পাবেন। কাজের সঙ্গে সৌভাগ্য লেগে থাকবে। শুধু তাই নয়, দেশ-বিদেশে ঘুরতে যাওয়ার সুযোগও থাকবে। সঙ্গে আর্থিক লাভ এবং কাজে উন্নতিরও সুযোগ রয়েছে।
advertisement
5/5
কুম্ভরাশি: বৃষ এবং মিথুন রাশি ছাড়া কুম্ভরাশির জাতকরা এই সময়ে লাভ করার সুযোগ পাবেন। প্রচুর অর্থলাভ করার সুযোগ রয়েছে কুম্ভরাশির জাতকদের। সেই সঙ্গে বৈবাহিক জীবনে উন্নতি এবং অবিবাহিতদের বিবাহের প্রস্তাব আসতে পারে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani nakshatra parivartan 2024: বাড়ছে শনির শক্তি আগামী ক'দিনে বদলাবে ৩ রাশির ভাগ্য! টাকা-পয়সা, উন্নতিতে ভরবে কেরিয়ার