Shani In Silver Leg: চন্দ্রগ্রহণে রুপোর পায়ে শনিদেব, ৩ রাশির নামে বিরাট টাকা, ব্যাপক সোনার গয়না, ২০২৬ জমজমাট
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shani In Silver Leg: রুপোর পায়ে শনিদেব! আগামী ৭৩০ দিন নোটে ভোট ৩ রাশির, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালান্স, অগাধ সম্পত্তি
advertisement
1/12

মীনে শনিদেব রুপোর পায়ে ভ্রমণ শুরু করছেন, এরফলে কয়েকটি রাশির উপরে প্রভাব অত্যন্ত শুভ হতে চলেছে ৷ এই দুর্লভ সংযোগের ফলে আগামী ২ বছর বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
ধন, টাকা পয়সা ও সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে কয়েকটি রাশির ৷ শনি মূলত সোনা, রুপো, তামা ও লোহার পায়ে হাঁটাচলা করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
২০২৫-এ শনিদেব ৩ রাশিতে রুপোয় পায়ে হাঁটাচলা করছেন ৷ জ্যোতিষ মতে শনি যখন কোনও রাশিতে রুপোর পায়ে চলাফেরা করেন সেই রাশির জাতক-জাতিকারা মান সম্মান, ধন দৌলত ও শৌর্যবীর্যর অধিকারী হয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম সূত্রে জানা গিয়েছে তিনি রুপোর পায়ে চলাফেরা করে বাম্পার লাভ দেন জাতক-জাতিকাদের ৷ শনি রুপোর পায়ে চলাফেরা করে ৩ রাশিকে প্রচুর সম্পত্তি দেবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শনির রুপোর পায়ে চলাফেরা করা অত্যন্ত শুভ হয়ে থাকে ৷ সমস্ত সমস্যা দূর হয় সহজেই, আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
উন্নতির নানান রাস্তা খুলে যাবে বাধা বিপত্তি আর থাকবেনা, কেননা ঢাইয়া মুক্তি পেয়েছেন জাতক-জাতিকারা ৷ চাকরির অফার পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
বড়সড় আর্থিক লাভ হবে জাতক-জাতিকাদের ৷ সব থেকে বড় সময়ের মধ্যে দিয়ে যাবেন, ঘরে বাইরে সম্মান বাড়বে, থাকবে পারিবারিক শান্তিও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা শনির রূপোর পায়ে চলাফেরার ফলে ভাল লাভের সম্মুখীন হবেন ৷ বিনিয়োগ বড়সড় হতে চলেছে ৷ অফিসে প্রমোশন পাবেন, বেতনও ভালই বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
শেয়ার বাজার ও ষাট্টা থেকে বড়সড় লাভের মুখ দেখতে পারবেন ৷ সব থেকে আরও সুন্দর সময় আসতে চলেছে ৷ জীবনের নতুন নতুন অভিব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির রুপোর পায়ে চলাফেরা আরও সুন্দর পরিস্থিতির জন্ম দেবে, একের পর এক ভাল সুযোহ পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
নতুন চাকরি পেতে পারেন ৷ আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে, পরিশ্রম একসঙ্গে বিশেষ সাফল্য নিয়ে আসবে জীবনে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
<strong><span style="color: #800080;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani In Silver Leg: চন্দ্রগ্রহণে রুপোর পায়ে শনিদেব, ৩ রাশির নামে বিরাট টাকা, ব্যাপক সোনার গয়না, ২০২৬ জমজমাট