Shani Mangal Sanjog: মহা ক্ষতির সুনামি যেন সাক্ষাৎ দাঁড়িয়ে দরজায়, শনি-মঙ্গল সংযোগে তোলপাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shani Mangal Sanjog: ১৭ মার্চ ফের বড় এক উলটফের হতে চলেছে একাধিক রাশির জাতক-জাতিকার ভাগ্যে৷ এই গ্রহগুলি রাশি পরিবর্তন এই সংযোগটি অসুবিধার কারণ হতে পারে।
advertisement
1/14

গ্রহগুলির অবস্থান পরিবর্তনে জাতক-জাতিকার কখনও উত্থান হয়, আবার কখনও পতন হয়৷ এইভাবে রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে শুভ এবং অশুভ প্রভাব পড়ে। মানুষের ভাগ্য নির্ধারিত হয় বিভিন্ন রাশির সঙ্গে গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে৷ ১৭ মার্চ ফের বড় এক উলটফের হতে চলেছে একাধিক রাশির জাতক-জাতিকার ভাগ্যে৷ এই গ্রহগুলি রাশি পরিবর্তন এই সংযোগটি অসুবিধার কারণ হতে পারে। Photo- Representative
advertisement
2/14
১৭ মার্চ, মঙ্গল -শনির কুম্ভ রাশিতে প্রবেশ। এই পরিবর্তনে শনি ও মঙ্গল একসঙ্গে যোগ তৈরি করবে৷ বৈদিক জ্যোতিষ অনুসারে শনি ও মঙ্গলের মধ্যে ভাল সম্পর্ক নয়৷ ফলে অনেকের জীবনের সুখ-শান্তি একেবারে নয়ছয় হয়ে যাবে৷ শনি ও মঙ্গলের যুতির কারণে একাধিক রাশির জাতক-জাতিকার অনেক কষ্টবৃদ্ধি হবে৷ Photo- Representative
advertisement
3/14
মকর: শনি-মঙ্গলের যুতির কারণে এই রাশির জাতক-জাতিকারা অনেক অসুবিধার সম্মুখীন হবেন। চাকুরিরতরা উর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কিছুটা চাপ থাকবেন। কর্মজীবন ও ব্যবসায় বাধার সম্মুখীন হবেন। Photo- Representative
advertisement
4/14
নতুন কোনও ব্যবসায়িক আইডিয়া থাকলে তা আপাতত তা কার্যকর করতে না চাওয়াই ভাল৷ ভাল চাকরির সন্ধান করছেন যাঁরা তাঁদের চাকরি পেতে অনেক কষ্ট করতে হতে পাপে। এই সময়ে জাতক-জাতিকারা খুব সতর্ক থাকুন৷ Photo- Representative
advertisement
5/14
কর্কট: জাতক-জাতিকা যা কাজই করবেন তার খারাপ প্রতিক্রিয়াই আসবে৷ আর্থিক পরিস্থিতি খুব খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বারবার চেষ্টা করলেও বিয়ের বিষয়টি এগোবে না৷ ফলে বিরক্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ Photo- Representative
advertisement
6/14
ব্যবসায় সফল হতে পারবেন না। নতুন কোনও আইডিয়া না এগোনই ভাল কারণ তা বড় সমস্যার কারণ হয়ে যেতে পারে। ঋণের ভারে জর্জিরিত হতে পারেন৷ বাচ্চার সমস্যা তৈরি করতে পারে৷ এই সময়ে জাতক-জাতিকার স্বাস্থ্যেরও অবনতি হতে পারে৷ Photo- Representative
advertisement
7/14
মীন রাশি: কর্মজীবন ও চাকরিতে কঠোর পরিশ্রম করলেও কোনও ফল পাওয়া যাবে না। ব্যবসায় আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন জাতক-জাতিকা। ব্যক্তিগত সমস্যায় আপনার জীবন খুবই অসুবিধাজনক হতে পারে৷ Photo- Representative
advertisement
8/14
বন্ধুদের কারণে জাতক-জাতিকার অসুবিধা বাড়বে। এমনকি যারা বিশ্বাসী তাঁরাও প্রতারণা করতে পারেন৷ আর্থিক বৃদ্ধির হার একেবারে ধাক্কা খাবে৷ সম্পত্তি সংক্রান্ত বিবাদে চলবে, তাড়াহুড়ো করলে সমাধানসূত্র পাওয়া যাবে না৷ Photo- Representative
advertisement
9/14
বৃশ্চিক: চাকরিতেও অসুবিধা বাড়বে। কর্মজীবন এবং ব্যবসায় জাতক-জাতিকারা উল্লেখযোগ্য পতনের সম্মুখীন হবে৷ কর্মজীবনে প্রচুর অসুবিধার সম্মুখীন হবেন। Photo- Representative
advertisement
10/14
এই সময়ে শত্রুবৃদ্ধির সম্ভাবনাও প্রবল বাড়ছে। স্থাবর সম্পত্তির নিয়ে বিরোধও বাড়বে। ফলে সাবধানে পদক্ষেপ ফেলতে হবে৷ Photo- Representative
advertisement
11/14
তুলা: জাতক-জাতিকার মানসিক চাপও বাড়বে। আপনি ছোট জিনিস নিয়ে উদ্বিগ্ন হবেন এবং ভয়ের কারণ বাড়বে৷ পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হতে পারে। Photo- Representative
advertisement
12/14
বেশি কথার কারণে সমস্যায় পড়বেন। তাই কারোর মনে কষ্ট না দিয়ে কথা বলার চেষ্টা করতে হবে৷ সেটা আপনার জন্য ভাল হবে। এই মাসের সময়কালটা আপনার কষ্টে কাটবে। অধিক পরিশ্রম করলেও কম ফলাফল পাওয়া যাবে৷ Photo- Representative
advertisement
13/14
সিংহ রাশি: জাতক-জাতিকাদের চিন্তা বাড়াবে তাঁদের সন্তানরা৷ তাদের পড়াশোনা কিম্বা চাকরির প্রচেষ্টা কোনটাই সঠিক ফল দেবেন না৷ Photo- Representative
advertisement
14/14
এই পরিস্থিতি বিরক্ত উৎপাদন করবে। পারিবারিক সমস্যা এবার দ্বিগুণ আকারে ঝাঁপিয়ে পড়বে৷ অফিস -বাড়ি-কাজের জায়গা সব ক্ষেত্রেই আপনার সমস্যা বৃদ্ধি হবে। Photo- Representative (Disclaimer: এই প্রতিবেদন প্রচলিত মতের ভিত্তিতে , এই মত নিউজ ১৮ বাংলার নিজস্ব মত নয়, সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Mangal Sanjog: মহা ক্ষতির সুনামি যেন সাক্ষাৎ দাঁড়িয়ে দরজায়, শনি-মঙ্গল সংযোগে তোলপাড়