২০২৬ সালে শনির রোষে পড়বে কোন ৫ রাশি? অর্থহানি থেকে কাজে বাধার মুখে পড়বেন কারা? জেনে নিন ঝটপট
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আড়াই বছর পরে থাকবেন এখানেই। ২০২৭ সালে আবার গোচর করবেন। মীন রাশিতে শনি থাকায় তিনটি রাশিতে চলছে সাড়ে সাতি।
advertisement
1/8

২০২৬ সালে একাধিক গ্রহের গোচর ঘটবে। কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। ২০২৫ সালে শনি এই রাশিতে এসেছিলেন।
advertisement
2/8
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আড়াই বছর পরে থাকবেন এখানেই। ২০২৭ সালে আবার গোচর করবেন। মীন রাশিতে শনি থাকায় তিনটি রাশিতে চলছে সাড়ে সাতি। দুটি রাশিতে ঢাইয়া। ২০২৬ সালে শনির জন্য সমস্যায় পড়বেন তাঁরা। কাজে আসবে বাধা।
advertisement
3/8
মেষ রাশি: ২০২৬ সালে শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে থাকবেন আপনি। উদ্বেগ, চাপ এবং ভয় থাকবে আপনার মনে। আর্থিক সমস্যা অব্যাহত থাকবে। আয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। শত্রুরা আপনাকে ঝামেলায় ফেলতে পারে। আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। কাজে বিলম্ব হবে।
advertisement
4/8
সিংহ রাশি: আপনার শনির ঢাইয়ার প্রভাব থাকবে। কাজে আসবে বাধা। চাপ এবং উদ্বেগ আপনাকে কষ্ট দেবে। আয় কমবে। ব্যয় বেশি হবে। বাধার মুখে পড়বেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার কাজে অবহেলা এড়িয়ে চলুন। অন্যথায় বড় সমস্যা দেখা দিতে পারে। প্রথম ৬ মাস পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
advertisement
5/8
ধনু রাশি: শনির ঢাইয়ার প্রভাব থাকবে ২০২৬ সালে। এই রাশির জাতক ও জাতিকারা সমস্যায় পড়তে পারেন। সঞ্চয় কমবে। ব্যয় বৃদ্ধি পাবে। আপনার মানসিক চাপ বাড়বে। কাজে বাধা আসতে পারে।
advertisement
6/8
কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকারা শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে রয়েছেন। সময়টি আপনার জন্য খুব বেশি খারাপ নয়। বরং খারাপ দিন আপনি পেরিয়ে এসেছেন। মাঝে মাঝে চ্যালেঞ্জের মুখে পড়বেন। সাবধানে গাড়ি চালান। চাপ ও উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্য ওঠানামা করবে। বাড়িতে অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রাখুন।
advertisement
7/8
মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকারা শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে থাকবেন। যা সবচেয়ে কষ্টের ধাপ। শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে আর্থিক কষ্টের মুখে পড়বেন। অসুস্থতা, দুর্ঘটনা এবং কেরিয়ারে বাধা সৃষ্টি করবে। এই সময়ে ব্যয় বৃদ্ধি পাবে। বিলম্ব হবে কাজে। নিজেকে ইতিবাচক রাখুন। কাজে মনোনিবেশ করুন।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
২০২৬ সালে শনির রোষে পড়বে কোন ৫ রাশি? অর্থহানি থেকে কাজে বাধার মুখে পড়বেন কারা? জেনে নিন ঝটপট