Saturday Astro Tips: হাতে বাকী ১০ ঘণ্টা! দুপুরের পর আপনার কেমন কাটবে বছরের শেষ শনিবার! জানাচ্ছেন জ্যোতিষী
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Saturday Astro Tips: বছরের শেষ শনিবার সারাদিন কেমন কাটবে আপনার, জানিয়েছেন তারাপীঠ মন্দিরের সেবায়েত গোলক মহারাজ।
advertisement
1/5

*বীরভূম, সৌভিক রায়: মাসের প্রতিটি দিন নতুন সকাল নিয়ে আসে, সঙ্গে নিয়ে আসে নতুন আশা। গতকাল খারপ গেলেও আজ ভাল কাটবে, সেই আশাতেই টেকে সংসার! দিন ভাল যাবে নাকি, কোনও সমস্যার মুখোমুখি হতে হবে রাশিফল সেই ইঙ্গিতই দেয়। তাহলে জেনে নিন এই বছরের শেষ শনিবার সারাদিন কেমন কাটবে আপনার, জানিয়েছেন তারাপীঠ মন্দিরের সেবায়েত গোলক মহারাজ।
advertisement
2/5
*কর্কট রাশি: কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা ও নিষ্ঠা প্রশংসিত হবে। তবে, আবেগপ্রবণ হয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন, বিশেষ করে লিভারের সমস্যা দেখা দিতে পারে। গাড়ি চালানো ক্ষেত্রে বাড়তি সর্তকতা প্রয়োজন।
advertisement
3/5
*বৃশ্চিক রাশি: বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সমর্থন পাবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আসতে পারে। পারিবারিক জীবনে কিছুটা মনোমালিন্য হতে পারে, তবে তা সাময়িক।
advertisement
4/5
*বৃষ রাশি: আজ যশ ও খ্যাতি বাড়বে বৃষ রাশির জাতকদের। কিন্তু তার জন্য নিজের ভারসাম্য হারালে চলবে না। অপ্রয়োজনীয় চিন্তা মাথায় ভিড় করতে পারে। প্রতিরক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে আপনার ভাল সম্পর্ক থাকবে।
advertisement
5/5
*সিংহ রাশি: অন্যদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাই ভাল। চাকরিজীবীরা কিছু ভাল খবর শুনতে পারেন। যদি আপনাকে কোনও দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হয়, তাহলে আপনার জুনিয়ররা আপনাকে পূর্ণ সহায়তা করবে। আপনি শিক্ষকদের সঙ্গে আপনার সন্তানের শিক্ষা নিয়ে আলোচনা করতে পারেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saturday Astro Tips: হাতে বাকী ১০ ঘণ্টা! দুপুরের পর আপনার কেমন কাটবে বছরের শেষ শনিবার! জানাচ্ছেন জ্যোতিষী