Sarbartha Siddhi Yog On Guru Purnima: এবারের গুরু পূর্ণিমায় তৈরি হচ্ছে একাধিক যোগ, ভাগ্যের চাকা ঘোরাতে এই সময়ে করুন এই মন্ত্র জপ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Sarbartha Siddhi Yog On Guru Purnima: গুরু পূর্ণিমা তিথিতে পড়ছে সর্বার্থ সিদ্ধি যোগ, পাশাপাশি থাকছে প্রীতিযোগও- জানুন বিস্তারিত
advertisement
1/8

রবিবার গুরু পূর্ণিমা। এই পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসাবে পরিচিত। পূর্ণিমা তিথিতে বহু হিন্দু পরিবারেই নানা শুভ কাজ সম্পন্ন হয়। দেখে নেওয়া যাক, এই গুরু পূর্ণিমা তিথি কবে কোন সময় থেকে পড়ছে। এদিকে, জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে, গুরু পূর্ণিমা তিথিতে পড়ছে সর্বার্থ সিদ্ধি যোগ।
advertisement
2/8
২০ জুলাই ভারতীয় সময় অনুসারে ভোর ৫ টা ৫৯ মিনিটে শুরু হবে আষাঢ় পূর্ণিমার তিথি। এরপর তিথি শেষ হবে ২১ জুলাই সন্ধ্যা ৩ টে ৪৬ মিনিটে শেষ হবে তিথি। এই দিনে স্নান, দান ও ধ্যান সম্পন্ন করার শুভ সময় রয়েছে।
advertisement
3/8
প্রেমযোগ শুরু হবে ২১ জুলাই রাত ৯ টা ১১ মিনিট থেকে, আর ২২ জুলাই সন্ধ্যা ০৫ টা ৫৮ মিনিট পর্যন্ত তা চলবে। এই যোগগুলিতে শুভ কাজ করার কথা বলছেন জ্যোতিষবিদরা।
advertisement
4/8
গুরু পূর্ণিমা পূজার্চনা, ব্রত করলে ব্যক্তির জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। এই তিথিতে গুরু আরাধনার মাহাত্ম্য রয়েছে। তবে এ বছর গুরু পূর্ণিমার তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।
advertisement
5/8
পৌরাণিক ধারণা অনুযায়ী এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস। এই তিথিটি ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তী নামে পরিচিত। এই তিথিতে বেদের বিভাজন করেছিলেন বেদব্যাস। এই তিথিতে গুরু নিজের শিষ্যদের দীক্ষা দেন।
advertisement
6/8
জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, প্রীতি যোগকে প্রেম যোগও বলা হয়। শুভ ও ইতিবাচকতার প্রতীক এই যোগ। এ বছর গুরু পূর্ণিমায় এই যোগ থাকবে। ২১ জুলাই রাত ৯টা ১১ মিনিট থেকে ২২ জুলাই সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট পর্যন্ত প্রীতি যোগ থাকবে। এই যোগে কোনও কাজ করলে সফল হয়।
advertisement
7/8
এছাড়াও করুন জপ গুরুর্বহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম নমোঃ নারায়ণায়। ওম নমোঃ ভগবতে বাসুদেবায়। ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি। তন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ।।
advertisement
8/8
এছাড়াও করুন শান্তাকারম ভূজঙ্গশয়নম পদ্মনাভম সুরেশম্। বিশ্বধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম্। লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগিভির্ধ্যানগম্যম্ বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম্।।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sarbartha Siddhi Yog On Guru Purnima: এবারের গুরু পূর্ণিমায় তৈরি হচ্ছে একাধিক যোগ, ভাগ্যের চাকা ঘোরাতে এই সময়ে করুন এই মন্ত্র জপ