TRENDING:

Saraswati Puja Vastu Tips 2025: রাত পোহালেই সরস্বতী পুজো! কোন ফুল ও ফল দিলে সেরা পুণ্যফল পাবেন? পুজোর ভোগপ্রসাদে কী কী রাখবেন? জানুন

Last Updated:
Saraswati Puja Vastu Tips 2025:প্রচলিত বিশ্বাস, বীণাপাণির পুজোয় এই ফুল ও ফল নিবেদন করলে তিনি সবথেকে বেশি সন্তুষ্ট হন। লাভ করা যায় তাঁর কৃপা।
advertisement
1/8
রাত পোহালেই সরস্বতী পুজো!কোন ফুল ও ফল দিলে সেরা পুণ্যফল পাবেন? পুজোর ভোগপ্রসাদে কী রাখবেন?
রবি ও সোমবার পালিত হবে এ বছরের সরস্বতী পুজো। মনে করা হয় বাগদেবী বা সারদার আরাধনা করলে বিদ্যাস্থানে সকল সঙ্কট কেটে যায়। জীবনে উন্নতির পথ মসৃণ ও সুগম হয়ে ওঠে।
advertisement
2/8
সরস্বতী পুজোয় কোন ফুল এবং কোন ফল নিবেদন করবেন, জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট। প্রচলিত বিশ্বাস, বীণাপাণির পুজোয় এই ফুল ও ফল নিবেদন করলে তিনি সবথেকে বেশি সন্তুষ্ট হন। লাভ করা যায় তাঁর কৃপা।
advertisement
3/8
সরস্বতী পুজোয় যে ফুল সবার আগে দরকার, সেটা হল পলাশফুল। দেবীর আর এক নাম পলাশপ্রিয়া। তাই তাঁর পুজোয় দিতেই হবে এই ফুল।
advertisement
4/8
হলুদ গাঁদা বা হলুদ রঙের যে কোনও ফুল নিবেদন করুন তাঁর পুজোয়। এই রহের ফুল তাঁর আরাধনায় খুবই পবিত্র ও শুভ বলে মনে করা হয়।
advertisement
5/8
সাদা ফুল বা সাদা রং অত্যন্ত প্রিয় মা সরস্বতীর। তাই তাঁর পুজোয় দিন সাদা কুন্দ এবং জুঁই ফুল।
advertisement
6/8
দেবী সরস্বতীর আরও একটি প্রিয় ফুল হল শ্বেতপদ্ম। চেষ্টা করুন তাঁর পুজোয় শ্বেতপদ্মের অর্ঘ্য নিবেদন করতে।
advertisement
7/8
ফলের মধ্যে কুল দিতেই হবে মা সরস্বতীর পুজোয়। এছাড়াও শাঁখালু, কলা সাজিয়ে দিন নৈবেদ্যে।
advertisement
8/8
খিচুড়ি, পায়েস সাজিয়ে দিন মা সরস্বতীর পুজোর ভোগপ্রসাদে। পাশাপাশি রাখতে ভুলবেন না রাজভোগ, বোঁদে, বাসন্তী পোলাও এবং কেশরমিশ্রিত পায়েস। কারণ সরস্বতী পুজো ও বসন্তকালের দুই গুরুত্বপূর্ণ রং হল সাদা এবং হলুদ। তাই পোশাকের পাশাপাশি পুজোর উপাচারেও রাখুন এই রঙের প্রাধান্য।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saraswati Puja Vastu Tips 2025: রাত পোহালেই সরস্বতী পুজো! কোন ফুল ও ফল দিলে সেরা পুণ্যফল পাবেন? পুজোর ভোগপ্রসাদে কী কী রাখবেন? জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল