Saraswati Puja Foods To Avoid: বিদ্যাবুদ্ধি সংসারে কালো ছায়া! অভাবে চৌচির কপাল! সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না একটি বিশেষ ফল ও সবজি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Foods to Avoid on Saraswati Puja: ২০২৬ সালের সরস্বতী পুজো পড়েছে ২৩ জানুয়ারি। বাগদেবীর আরাধনার এই দিনে সুখ-শান্তি বজায় রাখতে কোন কোন নিয়ম মানবেন এবং কোন খাবারগুলো এড়িয়ে চলবেন, জেনে নিন
advertisement
1/7

মাঘমাসের শুক্লা পঞ্চমীতে শুক্রবার পূজিতা হবেন দেবী সরস্বতী। ইংরাজী নতুন বছরের একেবারে শুরুর দিকেই পড়ে সরস্বতী পুজোর দিন। ২০২৬ সালের ২৩ জানুয়ারি, শুক্রবার (বাংলায় ৯ মাঘ) সরস্বতী পুজো পড়েছে। ২২ জানুয়ারি রাত ১:৩৯ মিনিট থেকে ২৩ জানুয়ারি রাত ১২:২৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
advertisement
2/7
বাগদেবীর আরাধনার দিন বাড়িতে কিছু রীতিনীতি মেনে চলুন। তাহলে সংসারে সুখ শান্তি শ্রীবৃদ্ধি বজায় থাকবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট।
advertisement
3/7
সরস্বতী পুজোর দিন কিছু জিনিস খাওয়া নিষিদ্ধ। তার মধ্যে প্রথমেই আছে বেল। এই ফলকে তার পুষ্টিগুণের জন্য শ্রীফলও বলা হয়। তবে সরস্বতী পুজোর দিন বেল খাবেন না।
advertisement
4/7
সরস্বতী পুজোর সময় পাকা বেল বাজারে পাওয়া যায় না। কিন্তু কোনওভাবেই কাঁচা বেল বা বেলের মোরব্বাও খাবেন না।
advertisement
5/7
জ্যোতিষ ও শাস্ত্র মতে মাঘমাসে মুলো খাওয়া নিষিদ্ধ। তাই সরস্বতী পুজো যেহেতু মাঘ মাসেই অধিকাংশ সময়ে হয়, তাই এই পুজোর তিথিতে মুলো খাবেন না কোনও ভাবেই।
advertisement
6/7
নিমপাতাও খাওয়া যাবে না এই পুজোর দিনে। নিমবেগুন ভাজা, নিমপাতা দেওয়া শুক্তোর মতো খাবার বসন্ত পঞ্চমীতে খাবেন না।
advertisement
7/7
আমিষ বা তামসিক খাবার, যে কোনও নেশার জিনিস থেকে সরস্বতী পুজোর দিন দূরে থাকুন। সাত্তিক আহার গ্রহণ করুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saraswati Puja Foods To Avoid: বিদ্যাবুদ্ধি সংসারে কালো ছায়া! অভাবে চৌচির কপাল! সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না একটি বিশেষ ফল ও সবজি