Saraswati Puja: পড়াশোনায় মন বসে না সন্তানের? খারাপ হয় রেজাল্ট? সরস্বতী পুজোর দিন করুন এই কাজ...সাফল্য হাতেনাতে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Saraswati Puja 2025: , ওইদিন কিছু নিয়ম পালন করলে পড়ুয়াদের পড়াশোনার প্রভূত উন্নতি হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়ার সমস্যায় ভুগছে, তাঁদের পড়াশোনা ভাল হবে।
advertisement
1/7

সরস্বতীর পুজোর অত‍্যন্ত শুভ দিন। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় দেবী সরস্বতীর। বিশেষত পড়ুয়াদের জন‍্য এই দিনটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে কয়েকটি নিয়ম পালন করলে পড়ুয়াদের লেখাপড়ায় উন্নতি হবে বলে জানালেন জ‍্যোতিষাচার্য।
advertisement
2/7
২০২৫ সালে, মাঘ পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে শুরু হবে, যা পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ০৬ টা ৫২ মিনিট পর্যন্ত চলবে।
advertisement
3/7
জ্যোতিষী পণ্ডিত দশরথ নন্দন দ্বিবেদী জানালেন, ওইদিন কিছু নিয়ম পালন করলে পড়ুয়াদের পড়াশোনার প্রভূত উন্নতি হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়ার সমস‍্যায় ভুগছে, তাঁদের পড়াশোনা ভাল হবে।
advertisement
4/7
জ্যোতিষবিদ জানালেন সরস্বতী পুজোর দিন সঠিক রীতি মেনে এবং কয়েকটি নিয়ম মেনে পুজো করলে, শিক্ষার্থীদের জীবনে সাফল্যের সম্ভাবনা থাকে। তিনি এও জানালেন বেশ কয়েকটি রীতি রেওয়াজ রয়েছে যা মেনে চললে ছাত্র-ছাত্রীদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়৷
advertisement
5/7
জ্যোতিষী পণ্ডিত দশরথ নন্দন দ্বিবেদীর মতে, যদি কোনও শিশু পড়ালেখায় দুর্বল হয় বা পড়াশুনায় ভাল না লাগে, তাহলে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর বীজ মন্ত্রটি শিশুর জিভের ওপরে চন্দনের ডাঁটা দিয়ে ঘষে লিখতে হবে। এর ফলে শিশুর পড়াশোনার খুব ভাল হবে।
advertisement
6/7
হিন্দু পঞ্জিকা অনুসারে, বসন্ত পঞ্চমীর দিনে, দেবী সরস্বতীর কাছে বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয়। সঙ্গীত, শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পুজো করেন।
advertisement
7/7
প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে, সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা, প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা, স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্যও শুভ বলে বিবেচিত হয়। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saraswati Puja: পড়াশোনায় মন বসে না সন্তানের? খারাপ হয় রেজাল্ট? সরস্বতী পুজোর দিন করুন এই কাজ...সাফল্য হাতেনাতে