TRENDING:

Saraswati Puja 2024: লেখাপড়ায় একদম মন নেই সন্তানের? সরস্বতী পুজোর দিন করুন এই কাজ...রেজাল্ট ভাল হবেই

Last Updated:
সরস্বতীর পুজোর দিন কয়েকটি নিয়ম পালন করলে পড়ুয়াদের লেখাপড়ায় উন্নতি হবে বলে জানালেন জ‍্যোতিষাচার্য।
advertisement
1/6
লেখাপড়ায় একদম মন নেই সন্তানের? সরস্বতী পুজোর দিন করুন এই কাজ...রেজাল্ট ভাল হবেই
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর দিনটি অত‍্যন্ত শুভ দিন। বিশেষত পড়ুয়াদের জন‍্য। ওইদিন বাগদেবীর আরাধনায় মেতে উঠবে সকলে। তবে, এই বিশেষ দিনে কয়েকটি নিয়ম পালন করলে পড়ুয়াদের লেখাপড়ায় উন্নতি হবে বলে জানালেন জ‍্যোতিষাচার্য।
advertisement
2/6
এ বছর বসন্ত পঞ্চমী উৎসব পালিত হবে ১৪ ফেব্রুয়ারি। জ্যোতিষী পণ্ডিত দশরথ নন্দন দ্বিবেদী ওইদিন কিছু নিয়ম পালন করলে পড়ুয়াদের পড়াশোনার প্রভূত উন্নতি হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়ার সমস‍্যায় ভুগছে, তাঁদের পড়াশোনা ভাল হবে।
advertisement
3/6
সরস্বতী পূজার দিন যদি রীতি অনুযায়ী দেবী সরস্বতীর পূজা করা হয়, তাহলে শিক্ষার্থীদের জীবনে সাফল্যের সম্ভাবনা থাকে। এমন অনেক রীতি রেওয়াজ আছে যা সরস্বতী পূজার দিনে করলে ছাত্র-ছাত্রীদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়৷
advertisement
4/6
জ্যোতিষী পণ্ডিত দশরথ নন্দন দ্বিবেদী বলেন, যদি কোনও ছাত্র পড়ালেখায় দুর্বল থাকে বা পড়াশোনা করতে ভালো না লাগে, তাহলে বসন্ত পঞ্চমীর দিন কিছু ব্যবস্থা নিন। এই প্রতিকার করলে মা সরস্বতীর আশীর্বাদ আপনার উপর থাকবে।
advertisement
5/6
জ্যোতিষী পণ্ডিত দশরথ নন্দন দ্বিবেদীর মতে, যদি কোনও শিশু পড়ালেখায় দুর্বল হয় বা পড়াশুনায় ভালো না লাগে, তাহলে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর বীজ মন্ত্রটি শিশুর জিভের ওপরে চন্দনের ডাঁটা দিয়ে ঘষে লিখতে হবে। এর ফলে শিশুর পড়াশোনার খুব ভাল হবে।
advertisement
6/6
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saraswati Puja 2024: লেখাপড়ায় একদম মন নেই সন্তানের? সরস্বতী পুজোর দিন করুন এই কাজ...রেজাল্ট ভাল হবেই
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল