TRENDING:

Saraswati Puja 2024: 'এই' বিশেষ দিনেই...! এবার সরস্বতী পুজো কবে জানেন? পঞ্চমী শুরু কখন? জানুন পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

Last Updated:
Saraswati Puja 2024: জানুন ২০২৪ সালের সরস্বতী পুজো কবে পড়েছে এবং পঞ্চমী তিথি কবে লাগছে। কোন বিশেষ দিনে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা মেতে উঠবেন বসন্ত পঞ্চমী উৎসবে?
advertisement
1/9
'এই' বিশেষ দিনেই...! এবার সরস্বতী পুজো কবে জানেন? পঞ্চমী শুরু কখন?
জানুন ২০২৪ সালের সরস্বতী পুজো কবে পড়েছে এবং পঞ্চমী তিথি কবে লাগছে। কোন বিশেষ দিনে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা মেতে উঠবেন বসন্ত পঞ্চমী উৎসবে?
advertisement
2/9
দুর্গাপুজো, কালীপুজো, কার্তিক পুজো থেকে জগদ্ধার্থী পুজোর পরে যে বিশেষ পুজোর আশায় অপেক্ষায় থাকেন আট থেকে আশি। এই পুজো নিয়ে বিশেষ উৎসাহ থাকে ছাত্র ছাত্রীদের। সারা বছর ধরে সকলে  অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। আবারও বাগদেবীর আরাধনার দিন গুনছেন সবাই।
advertisement
3/9
বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনায় মা সরস্বতীর আশীর্বাদ পেতেই পূজা অর্চনায় মেতে ওঠেন সবাই। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসবটি পালিত হয়। পুরাণ মতে, এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। জানুন ২০২৪ সালের সরস্বতী পুজো কবে পড়ে পঞ্চমী তিথি কখন। জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট।
advertisement
4/9
সরস্বতী পুজো ২০২৪-এর তারিখ:২০২৪ সালের  ১৪ ফেব্রুয়ারি (বাংলায় ১ মাঘ ফাল্গুন), বুধবার সরস্বতী পুজো পড়েছে।
advertisement
5/9
সরস্বতী পুজো ২০২৪-এর পঞ্চমী তিথি কখন শুরু?১৩ ফেব্রুয়ারি রাত ঘ ৮।১৩ মিনিট থেকে রাত্রি ঘ ৬।৫ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
advertisement
6/9
পূজার উপাচার: কুল, অভ্র- আবির, আমের মুকুল,দোয়াত, খাগের কলম, দুধ, দুর্বা, পলাশ ফুল, বই, ও বাদ্যযন্ত্রাদি এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা দিয়ে দেবীর আরাধনা করা হয়।
advertisement
7/9
এছাড়াও সাদা কাপড়, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল ,ধানের শিষ, পাঁচ ধরনের ফল, কলা ও নারকেল, ঘট,পান, সুপারি, ধূপ, প্রদীপ প্রভৃতির দিয়ে দেবীর পূজা করা হয়। নানা উপাচারে নৈবেদ্য সাজিয়ে দেবীর পূজার আয়োজনের আগে।
advertisement
8/9
সরস্বতী পুজোয় সাজতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি পুজোর দিন নানা রঙের শাড়ি-পাঞ্জাবিতে সেজে ওঠে আপামর বাঙালি। সঙ্গে চলতে থাকে পুজো আয়োজন। শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তাঁরা।
advertisement
9/9
বহু আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় সরস্বতী পূজার। বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে বিদ্যার দেবী পলাশপ্রিয়া সরস্বতীর আরাধনায় মেতে ওঠে বিদ্যার্থীরা। সরস্বতী পুজোর দিনে এই বছর আবার ভ্যালেন্টাইন্স ডে। তাই দ্বিগুন মজায় মেতে উঠবেন যুবক যুবতীরা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saraswati Puja 2024: 'এই' বিশেষ দিনেই...! এবার সরস্বতী পুজো কবে জানেন? পঞ্চমী শুরু কখন? জানুন পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল