Vastu Tips: জীবনে আসবে খুশি জোয়ার! মুহূর্তেই অত্যন্ত খারাপ কপালও ভাল হবে একটি চন্দন কাঠেই
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
বাস্তুশাস্ত্রে বলা হয়, অনেকসময় আমাদের ছোটখাটো ভুলের জন্য আমাদের পরিবারের উপর বাজে প্রভাব পড়ে। এই প্রভাব খুব সহজেই চন্দন কাঠ দিয়ে কাটানো যায়।
advertisement
1/6

জ্যোতিষ শাস্ত্রমতে আর্থিক, সামাজিক ও মানসিক জীবনের সঙ্গে সংযুক্ত সমস্যার সমাধান করতে গেলে বেশ কিছু সহজ সরল প্রভাবশালী টোটকা আছে ৷
advertisement
2/6
এদের মধ্যে বেশ কিছু বিষয় লাইফস্টাইলের সঙ্গে সংযুক্ত। ঘোরয়া কিছু টোটকায় মিটে যাবে বাড়ির বহুদিনর অমীমাংসিত অশান্তিও।
advertisement
3/6
বাস্তুশাস্ত্রে বলা হয়, অনেকসময় আমাদের ছোটখাটো ভুলের জন্য আমাদের পরিবারের উপর বাজে প্রভাব পড়ে। এই প্রভাব খুব সহজেই চন্দন কাঠ দিয়ে কাটানো যায়।
advertisement
4/6
জ্যোতিষ শাস্ত্রমতে সূর্যের শুভ পরশ পেতে গেলে লাল চন্দন ব্যবহার করা যেতে পারে ৷ মঙ্গলের কৃপা পেতে গেলে সাদা চন্দন ব্যবহার করা প্রয়োজনীয় ৷
advertisement
5/6
বাড়িতে সাদা চন্দনের কাঠ রাখলে পরিবারের সকলের মধ্যে যে অশান্তি ছিল তা কমবে। পারস্পরিক বিশ্বাস, ভরসা বাড়বে। এতে আপনার জীবনে সাফল্য আসবে।
advertisement
6/6
প্রচলিত আছে চন্দনের মালা পড়লে বিশেষ কৃপা সম্ভব। ঘরে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে, জীবনে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: জীবনে আসবে খুশি জোয়ার! মুহূর্তেই অত্যন্ত খারাপ কপালও ভাল হবে একটি চন্দন কাঠেই