Samudra Shastra: কাঁড়িকাঁড়ি কাঁচা টাকা, নাকি ভাঁড়ে মা ভবানী! আপনার নাকই বলে দেবে আপনার ব্যাঙ্ক ব্যালান্স
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Samudra Shastra: শরীরের বিভিন্ন অঙ্গের রঙ এবং তাদের আকারের ওপর নির্ভর করে তাঁদের চরিত্র , কেরিয়ার, ব্যবসা বাণিজ্য এবং বৈবাহিক জীবনও৷
advertisement
1/6

মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আকারের ওপর নির্ভর করেই মানুষের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নির্ধারিত হয়- এমনটাই বলা হয়ে থাকে সমুদ্র শাস্ত্র৷ শরীরের বিভিন্ন অঙ্গের রঙ এবং তাদের আকারের ওপর নির্ভর করে তাঁদের চরিত্র , কেরিয়ার, ব্যবসা বাণিজ্য এবং বৈবাহিক জীবনও৷ সমুদ্র শাস্ত্রে কোন নাকের কী বৈশিষ্ট্য হয় তা নিয়েই এই প্রতিবেদনে আলাচনা করা হচ্ছে৷
advertisement
2/6
সমুদ্র শাস্ত্র অনুসারে যাঁদের নাকটা একটু চাপা আকৃতির হয় তাঁরা খুব ভাবুক প্রকৃতির হয়৷ পাশাপাশি এই মানুষদের প্রবৃত্তিও খুব সৎ হয়৷ জীবনে এঁদের প্রচুর লড়াই করতে হয়৷ এঁদের হাতে কাঁচা টাকা খুব বেশি থাকে না৷ এঁরা খুব বেশি ধরা বাঁধা জীবন পছন্দ করেন না৷ আস্তিক হন, দেবতায় এঁদের আস্থা থাকে৷
advertisement
3/6
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যাঁদের নাক মোটা তাঁরা মজা করতে পছন্দ করেন৷ এঁরা কলাপ্রেমী হন, সাহিত্য -সংস্কৃতির প্রতি এঁদের আগ্রহ চোখে পড়ার মতো৷ নিজের গ্রুপের মধ্যে খুবই জনপ্রিয় হন, যেকোনও আসরের মজা জমিয়ে দিতে পারেন এঁরা৷ এঁদের হাতে থাকে প্রচুর কাঁচা টাকা৷ জীবনের থেকে কিছু আলাদাই চান এঁরা৷ এঁদের ব্যবহার নজর কাড়া হয়৷
advertisement
4/6
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যাঁদের নাক ছোট হয় তাঁরা সমাজে নিজেদের আলাদা জায়গা তৈরি করে নিতে সমর্থ হন৷ যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন৷ নিজেদের মানুষের সঙ্গে এঁদের সম্পর্ক খুব ভাল হয়৷ এঁরা আজকের জন্য বাঁচেন৷
advertisement
5/6
মোটা-গোল জাতীয় নাক যাঁদের হয় তাঁরা কথাবার্তায় দারুণ পটু হন৷ সামনে উপস্থিত ব্যক্তিদের মুহূর্তের মধ্যে ইমপ্রেস করে ফেলতে পারেন৷ এঁরা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন৷ জীবনে সব ধরণের সুখ এঁরা পেতে চান এবং তার জন্য প্রবল পরিশ্রমও করেন৷ এঁরা ভীষণই দৃঢ় নিশ্চয় হন৷ কোনও কিছুকেই এঁরা অসম্ভব মনে করেন না৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মতামত নয়, প্রচলিত মতের ভিত্তিতেই এই প্রতিবেদন, সঠিক ফল পেতে বিশেষজ্ঞের মতামত নিন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Samudra Shastra: কাঁড়িকাঁড়ি কাঁচা টাকা, নাকি ভাঁড়ে মা ভবানী! আপনার নাকই বলে দেবে আপনার ব্যাঙ্ক ব্যালান্স