TRENDING:

Sade Sati Remedy In Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তী থেকে সাড়ে সাতির চাপ কমবে! শনির কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবেন পবনপুত্রের কৃপায়, কর্মফলই উন্নতির শিখরে তুলবে

Last Updated:
Sade Sati Remedy In Hanuman Jayanti 2025: এটা বিশ্বাস করা হয় যে, ভগবান রামের ভক্ত হনুমানজির পূজা ও প্রার্থনা করলে, একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং সমস্ত দুঃখ থেকেও মুক্তি পান।
advertisement
1/12
হনুমান জয়ন্তী থেকে সাড়ে সাতির চাপ কমবে! শনির কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবেন
"সংকট কাটে, মিটে সব পীড়াযো সুমিরে হনুমত বলবীরা" উপরের উদ্ধৃতিটি ভক্তকবি তুলসীদাস বিরচিত হনুমান চালিসার। অর্থ বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয়, বিশেষ করে যাঁরা হনুমান চালিসার পংক্তির সঙ্গে সুপরিচিত। প্রতীকী ছবি ৷
advertisement
2/12
বাকিদের জন্য বলা দরকার, যিনি বলবীর্যবান হনুমানকে স্মরণ করেন, তাঁর সব সংকট, সব পীড়ার অবসান হয়! প্রতীকী ছবি ৷
advertisement
3/12
হিন্দু ধর্মে রামভক্ত হনুমানের বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান শিবের রুদ্র অবতার হনুমান ত্রেতাযুগে জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন মানব জগতের কল্যাণের জন্য। প্রতীকী ছবি ৷
advertisement
4/12
এটা বিশ্বাস করা হয় যে, ভগবান রামের ভক্ত হনুমানজির পূজা ও প্রার্থনা করলে, একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং সমস্ত দুঃখ থেকেও মুক্তি পান। প্রতীকী ছবি ৷
advertisement
5/12
ধর্মীয় শাস্ত্র অনুসারে, হনুমান জয়ন্তী উৎসব বছরে দুবার পালিত হয়। চৈত্র পূর্ণিমা এবং কার্তিক কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালিত হয়। প্রতীকী ছবি ৷
advertisement
6/12
কবে হনুমান জয়ন্তী - ২০২৫ সালে, চৈত্র পূর্ণিমা ১২ এপ্রিল শনিবার পড়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার হনুমান জয়ন্তী শুধুমাত্র ভক্তদের জাগতিক দুঃখ থেকে মুক্তি পেতেই সাহায্য করবে না, গ্রহের দোষও দূর করবে। প্রতীকী ছবি ৷
advertisement
7/12
বজরঙ্গবলির ভক্তি দ্বারা রোগ ও দুঃখ দূর হয়, চৈত্র পূর্ণিমায় যথাযোগ্য আচার-অনুষ্ঠানের সঙ্গে হনুমান জয়ন্তী উদযাপন করলে শনি গ্রহের অশুভ প্রভাব দূর হবে। প্রতীকী ছবি ৷
advertisement
8/12
এই তথ্য দিয়ে জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেন যে, হনুমান জয়ন্তীর উৎসব হবে চৈত্র পূর্ণিমায়, শনিবার, ১২ এপ্রিল তারিখে। যাঁরা বজরঙ্গবলীর পূজা করেন তাঁদের প্রতি শনিদেব সবসময় সদয় হন। কাকতালীয়ভাবে, ২০২৫ সালে, চৈত্র পূর্ণিমা অর্থাৎ হনুমান জয়ন্তী ১২ এপ্রিল, শনিবার পড়েছে। প্রতীকী ছবি ৷
advertisement
9/12
শনিবার ন্যায়ের দেবতা শনি মহারাজকে উৎসর্গ করা হয়। এই দিনে শনিদেবের আরাধনা করলে জীবনে চলমান সমস্যা দূর হয়। একইভাবে, ২০২৫ সালে, হনুমান জয়ন্তী শনিবার পড়ায় ভক্তরা এর থেকে বহুগুণ বেশি সুবিধা পাবেন। প্রতীকী ছবি ৷
advertisement
10/12
বজরঙ্গবলির পূজা শনিদেবের দ্বারা সৃষ্ট ঝামেলা থেকে মুক্তি দেবে, তিনি আরও বলেন, ১২ এপ্রিল শনিবার বজরঙ্গবলির পূজা করলে, হনুমান চল্লিশা পাঠ, বজরঙ্গ বান পাঠ করলে শনিদেবের সৃষ্ট কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। প্রতীকী ছবি ৷
advertisement
11/12
শনিদেবের মহাদশা, সাড়ে সাতি, ঢাইয়া বা শনি গ্রহের নেতিবাচক প্রভাবে যাঁরা জীবনে নানা সমস্যায় ভুগছেন, তাঁরা যদি হনুমান জয়ন্তীতে বজরঙ্গবলির পূজা যথাযথ আচার-অনুষ্ঠান ও পবিত্রতা সহকারে পালন করেন, হনুমান চালিসা, বজরঙ্গ বান প্রভৃতি পাঠ করেন, তাহলে শনিদেব তাঁদের সংসার সংক্রান্ত যাবতীয় সমস্যায় বিশেষ ফল প্রদান করবেন। প্রতীকী ছবি ৷
advertisement
12/12
<strong><span style="color: #993366;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sade Sati Remedy In Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তী থেকে সাড়ে সাতির চাপ কমবে! শনির কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবেন পবনপুত্রের কৃপায়, কর্মফলই উন্নতির শিখরে তুলবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল