Vastu Tips for Rose Plant & Rose Petals: টাকা, সুখশান্তি উপচে পড়বে! শুধু আজ Rose Day-তে গোলাপগাছ ও গোলাপের পাপড়ি দিয়ে করুন এই কাজ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu Tips for Rose Plant & Rose Petals: মনের মানুষের হাতে লাল টকটকে গোলাপ দেওয়ার পাশাপাশি জানুন গোলাপের সঙ্গে জড়িয়ে আছে কী কী বাস্তু টিপস।
advertisement
1/6

আজ, বুধবার গোলাপ দিবস৷ রোজ ডে দিয়েই শুরু হচ্ছে প্রেমের সপ্তাহ উদযাপন৷ মনের মানুষের হাতে লাল টকটকে গোলাপ দেওয়ার পাশাপাশি জানুন গোলাপের সঙ্গে জড়িয়ে আছে কী কী বাস্তু টিপস।
advertisement
2/6
গোলাপগাছ কোথায় কীভাবে রাখলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে, জেনে নিন। জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞ দীক্ষা রাঠী৷
advertisement
3/6
সব সময় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন গোলাপগাছ। এছাড়া গোলাপ-সহ অন্যান্য লাল ফুলের গাছ রাখার জন্য দক্ষিণ দিকও শুভ। এতে বাড়ির বাসিন্দাদের সামাজিক সুঅবস্থান বজায় থাকে।
advertisement
4/6
গোলাপ গাছে কোনওদিন মাকড়সার ঝুল জমতে দেবেন না। শুকনো ফুল, হলুদ হয়ে যাওয়া পাতা ফেলে দিন গাছ থেকে।
advertisement
5/6
বৃহস্পতিবার মা লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করুন। পানপাতার উপর সাতটি গোলাপের পাপড়ি ফেলে মা লক্ষ্মীর সামনে রাখুন।
advertisement
6/6
শোওয়ার ঘরে কাচের পাত্রে জলে রাখুন গোলাপ পাপড়ি। সপ্তাহে এক দিন জল পাল্টে ফের তাতে নতুন গোলাপের পাপড়ি রাখুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for Rose Plant & Rose Petals: টাকা, সুখশান্তি উপচে পড়বে! শুধু আজ Rose Day-তে গোলাপগাছ ও গোলাপের পাপড়ি দিয়ে করুন এই কাজ