TRENDING:

On Which Side Facing One Should Eat: খাবার পেলে আর কিছু দেখেন না, যে কোনও দিকে মুখ করেই খেতে বসে যান, তাই কপাল আর খুলছে না, জানুন সঠিক দিক

Last Updated:
On Which Side Facing One Should Eat: জানেন কোন দিকে মুখ করে বসে খাওয়া উচিত! জানুন জ্যোতিষ পরামর্শ 
advertisement
1/6
খাবার পেলে আর কিছু দেখেন না,যে কোনও দিকে মুখ করেই খেতে বসে যান,তাই কপাল আর খুলছে না, জানুন
কথায় আছে রাজার মতো ভোজন করবেন। এবং শোবের মতো ঘুম দেবেন। যখন ভোজন করছেন, সেই ভোজন করার সময় কোন দিকে ভোজন করবেন সেটাও কিন্তু ভিষন গুরুত্বপূর্ণ।
advertisement
2/6
আমরা অনেকেই নির্দিষ্ট নিয়ম না মেনেই বাড়িতে যেকোন জায়গায় বসে ভোজন করি। কিন্তু জানেন কি নির্দিষ্ট দিকে ভোজন করলে অর্থ প্রাপ্তি হয়। শুধু তাই নয়, নিয়ম না মানলে শরীরে রোগের সঞ্চার বৃদ্ধি হতে থাকে।
advertisement
3/6
জ্যোতিষ সম্রাট কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, যদি আপনি পুর্ব দিকে মুখ করে ভোজন করেন তাহলে, যেটা খাবার আপনি খাচ্ছেন সেই খাওয়াটাও হজম হবে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে।
advertisement
4/6
পশ্চিম দিকে মুখ করে ভোজন করতে বসলে আপনার বদ হজম হবে। আপনার যদি কোনও রোগের সমস্যা থাকে সেটা থেকেও কিন্তু মুক্তি পাবে না। রোগের সমস্যা বৃদ্ধি হতেই থাকবে দৈনন্দিন।
advertisement
5/6
উত্তর দিকে মুখ করে ভোজন করতে বসলে ধান প্রাপ্তি হবে, ফলে উত্তর দিকের ভোজন শুভ হিসেবে ধরা হয়। এছাড়াও দক্ষিণ দিকে মুখ করে ভোজন করলে আপনার গ্যাস, অম্বল, সব সময় লেগেই থাকবে।
advertisement
6/6
অর্থাৎ আপনি যখন নিজেরা বাড়িতে ভোজন করছেন বা খেতে বসছেন, তখন রাজার মতো পুর্ব দিকে ও উত্তর দিকে মুখ করে খেতে বসুন। তাহলে আপনি সুস্থ থাকবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
On Which Side Facing One Should Eat: খাবার পেলে আর কিছু দেখেন না, যে কোনও দিকে মুখ করেই খেতে বসে যান, তাই কপাল আর খুলছে না, জানুন সঠিক দিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল