TRENDING:

Akshaya Tritiya 2023| Vastu Tips|| অক্ষয় তৃতীয়ার আগে বাড়ি থেকে 'এই' সব জিনিস সরাতেই হবে! নচেৎ রুষ্ট হবেন লক্ষ্মী, ঘটবে বিরাট অনর্থ

Last Updated:
Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় সোনা এবং রুপোর মতো মূল্যবান ধাতু ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়।
advertisement
1/10
অক্ষয় তৃতীয়ার আগে বাড়ি থেকে 'এই' সব জিনিস সরান! নচেৎ রুষ্ট হবেন মা লক্ষ্মী
*হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া হিসেবে পরিচিত। চলতি বছর অক্ষয় তৃতীয়ার উৎসবপড়েছে আগামী ২২ এপ্রিল তারিখে। এই তিথি থাকবে ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিট থেকে ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিনে রীতি অনুযায়ী, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
2/10
*ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে সোনা এবং রুপোর মতো মূল্যবান ধাতু ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে খুশি করার জন্য সনাতন ধর্মবিশ্বাসীরা এই দিনে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের আধ্যাত্মিক কাজকর্মও করেন। সংগৃহীত ছবি। 
advertisement
3/10
*জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু নিয়মনীতি অবলম্বন করে পুজো করলে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী এই দিনে তুষ্ট হয়ে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। এবার জেনে নেওয়া যাক, কীভাবে আরাধনার মাধ্যমে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে প্রসন্ন করা যায়। সংগৃহীত ছবি। 
advertisement
4/10
*অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে প্রসন্ন কররা জন্য বিভিন্ন ধরনের মন্ত্র জপ এবং বিভিন্ন আধ্যাত্মিক কাজ করা হয়। এই দিনে নতুন যানবাহন এবং গহনা, সোনা-রুপো ইত্যাদি ক্রয় করা শুভ বলে বিশ্বাস করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
5/10
*তবে অক্ষয় তৃতীয়ার দিনে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন - এই দিনে ছেড়া জুতো বা নষ্ট হয়ে যাওয়া ঝাঁটা বাড়িতে না রাখাই ভাল। এই দিনেই বাড়িতে দেব-দেবীর ভাঙা মূর্তি থাকলে তা বিসর্জন দিয়ে দিতে হয়, এতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা সারা জীবন বজায় থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
6/10
*অক্ষয় তৃতীয়ার দিন ঘরে রাখা নষ্ট ঝাঁটা বার করে দিতে হবে। এই দিন নতুন ঝাঁটাও কেনা যেতে পারে। কারণ ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
7/10
*ঘরে রাখা ছেঁড়া চপ্পল বা জুতো দূর করে দিতে হবে। এতে ঘরের অভাব-দারিদ্র্য দূর হয়। সংগৃহীত ছবি। 
advertisement
8/10
*অক্ষয় তৃতীয়ার দিনে ঘরে রাখা ভাঙা বাসনকোসনও ফেলে দেওয়া উচিত। ভাঙা বাসন ঘরে রাখলে তা গৃহে নেতিবাচক প্রভাব নিয়ে আসে। এর ফলে পরিবারিক অশান্তি সৃষ্টি হয়। সংগৃহীত ছবি। 
advertisement
9/10
*ধর্মীয় বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিন গৃহ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে তা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। সংগৃহীত ছবি। 
advertisement
10/10
*বাড়িতে রাখা শুকনো গাছপালা থাকলে তা মাটিতে রেখে জল ঢেলে দেওয়া উচিত। শুকনো গাছের কারণে বাড়িতে বাস্তু দোষ হতে পারে। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই বাস্তু দোষ দূর করার জন্য আমাদের এই কাজগুলি করা উচিত। এর ফলে জীবনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Akshaya Tritiya 2023| Vastu Tips|| অক্ষয় তৃতীয়ার আগে বাড়ি থেকে 'এই' সব জিনিস সরাতেই হবে! নচেৎ রুষ্ট হবেন লক্ষ্মী, ঘটবে বিরাট অনর্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল