TRENDING:

Zodiacs : পজিটিভ স্বভাবের এই ৪টি রাশি বদলে দিতে পারে জীবন! জানেন কি তাঁরা কারা?

Last Updated:
Zodiacs In Relationship : রাশিবিজ্ঞানে চারটি রাশি কিন্তু এই ব্যাপারে এগিয়ে রয়েছে, আসুন তাদের ব্যাপারে বিস্তারিত জেনে নিই!
advertisement
1/6
পজিটিভ স্বভাবের এই ৪টি রাশি বদলে দিতে পারে জীবন! জানেন কি তাঁরা কারা?
আমাদের প্রতি দিনের কাজের জায়গায়, বন্ধুদের গ্রুপে এমনকি পরিবারেও কিছু কিছু মানুষ আছেন যাঁরা কোনও না কোনও বিষয়ে অনবরত ভুল-ত্রুটি ধরে যান, নালিশ করেন। আবার কেউ কেউ মাত্রাতিরিক্ত ঘ্যানঘ্যানে স্বভাবের, সহজেই বিরক্ত হন, রেগে ওঠেন এবং অন্যদের জীবনও অতিষ্ঠ করে তোলেন। কিন্তু এর বিপরীতে কিছু মানুষের ব্যক্তিত্ব আমাদের সহজেই আকর্ষণ করে।
advertisement
2/6
গুরুত্বপূর্ণ কাজে মাথা ঠাণ্ডা রাখা, সহজে বিরক্ত না হওয়া, সকলের সঙ্গে ভালো ব্যবহার করা, এমন মানুষেরা আমাদের অফিসের কলিগ হন বা জীবনসঙ্গী, সব কিছুর জন্যই একেবারে আদর্শ। এঁদের আশেপাশে গেলেই আমাদের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে। আমাদের রাশিবিজ্ঞানে চারটি রাশি কিন্তু এই ব্যাপারে এগিয়ে রয়েছে, আসুন তাদের ব্যাপারে বিস্তারিত জেনে নিই!
advertisement
3/6
মেষ (Aries): মার্চ ২১- এপ্রিল ১৯। এরা খুবই আত্মবিশ্বাসী তাই সম্পর্কের রাশ ধরতে নিজেরাই সক্রিয় ভূমিকা নিয়ে থাকেন। পার্টনারের মনোযোগ আকর্ষণের জন্য সবরকম চেষ্টা করেন।
advertisement
4/6
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। জেদি স্বভাবের বৃষরা সব সময় পজিটিভ থাকতে পছন্দ করেন। কঠিন কাজে এঁরা ভয় না পেয়ে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করেন। ছোট ছোট কাজে আনন্দ খুঁজে পান, চেষ্টা করেন আশাবাদী হতে। এঁদের কাছাকাছি যাঁরাই থাকেন, তাঁরাও বৃষদের পজিটিভ স্বভাবের কারণে প্রভাবিত হন।
advertisement
5/6
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। মিথুন জাতকেরা একটু খামখেয়ালি স্বভাবের হন, কিন্তু জীবনের সব ব্যাপারে তাঁরা আশাবাদী। যে কোনও কঠিন বিষয়ে বিপরীত পরিস্থিতিকেও এঁরা সহজেই নিজের দিকে ফিরিয়ে আনতে দক্ষ। ঘ্যানঘ্যান করা বা ছোট ছোট কাজে নালিশ জানানো এঁদের স্বভাবের মধ্যে পড়ে না।
advertisement
6/6
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ধনু জাতকদের চরিত্রে অনেক ধরনের শেড থাকে। অ্যাডভেঞ্চার প্রিয় ধনুরা জীবনে পরিবর্তন পছন্দ করেন। কিন্তু কোনও সময়ে সেটা সম্ভব না হলেও তাঁরা চুপ করে বসে থাকার মানুষ নন। এঁরা সব সময়ে চেষ্টা করেন সময় নষ্ট না করে নিজেদের পছন্দের কাজে মন দিতে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Zodiacs : পজিটিভ স্বভাবের এই ৪টি রাশি বদলে দিতে পারে জীবন! জানেন কি তাঁরা কারা?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল