Rathyatra Astro Tips 2025: আজ রথযাত্রায় জগন্নাথদেবকে- বিশেষ মালা নিবেদন করুন! লাল-হলুদ কাপড় দিয়ে ছোট্ট কাজ! অভাব দূর হয়ে ভাসবেন টাকার বন্যায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rathyatra Astro Tips 2025: এই পবিত্র দিনে কিছু আচার আচরণ পালন করলে প্রভু জগন্নাথদেবের আশীর্বাদ লাভ করা যায়৷ তাঁর বরাভয়ে কেটে যায় সব দুঃখ দুর্দশা কষ্ট অভাব এবং অনটন৷ সংসারে আসে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ও অর্থসুখ৷
advertisement
1/6

শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রার পুণ্য উৎসব৷ এই পবিত্র দিনে কিছু আচার আচরণ পালন করলে প্রভু জগন্নাথদেবের আশীর্বাদ লাভ করা যায়৷ তাঁর বরাভয়ে কেটে যায় সব দুঃখ দুর্দশা কষ্ট অভাব এবং অনটন৷ সংসারে আসে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ও অর্থসুখ৷ বলছেন পণ্ডিত কল্কি রাম৷
advertisement
2/6
এই শুভ দিনে জগন্নাথদেবের পুজোয় নিবেদন করুন ১১ রকমের ফুল, ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি, ১১ টি মুদ্রা৷ এ বার সবকিছু একটা হলুদ কাপড়ে মুড়ে বিগ্রহের আসনে রাখুন৷ পরে ওই মুদ্রাগুলি রাখুন ঠাকুরের আসনে বা আলমারিতে৷
advertisement
3/6
পিতলের বাটিতে আতপচাল, কাঁচা হলুদ ও দু’টি ১ টাকার কয়েন রাখুন৷ তার পর ওই বাটি নিবেদন করুন জগন্নাথদেবের পুজোয়৷ তার পর সব ভুজ্যি দান করুন কোনও ভিক্ষুকে৷
advertisement
4/6
একটি লাল কাপড়ে লবঙ্গ এবং ১ টাকার কয়েন একটি বেঁধে জগন্নাথদেবের চরণে নিবেদন করুন৷ এর ফলে দূর হবে আর্থিক সঙ্কট৷
advertisement
5/6
রথযাত্রার দিন ভালভাবে তুলসিতলা পরিষ্কার করূন৷ সন্ধ্যাবেলা সেখানে প্রদীপ দিতে ভুলবেন না৷
advertisement
6/6
রথের দিন ৫৪ বা ১০৮ টি তুলসিপাতার মালা গেঁথে নিবেদন করুন জগন্নাথদেবকে৷ তবে তুলসিপাতায় যেন ছিদ্র না হয়, সেটা দেখবেন৷ তুলসিপাতার বৃন্তগুলিতে সুতো বেঁধে মালা তৈরি করুন৷ এভাবে মালা নিবেদন করলে জগন্নাথদেবের আশীর্বাদে কাটে দুঃখ কষ্ট৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rathyatra Astro Tips 2025: আজ রথযাত্রায় জগন্নাথদেবকে- বিশেষ মালা নিবেদন করুন! লাল-হলুদ কাপড় দিয়ে ছোট্ট কাজ! অভাব দূর হয়ে ভাসবেন টাকার বন্যায়