TRENDING:

JagannathDev Puja at Home: রথযাত্রায় বাড়িতেই জগন্নাথদেবের পুজো করছেন? কোথায় কীভাবে রাখবেন তাঁর মূর্তি? জানুন পুজোর রীতি

Last Updated:
JagannathDev Puja at Home: জ্যোতিষ তথা বাস্ত্রশাস্ত্র মতে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বড় ছবি বা মূর্তি বাড়িতে পুজো করা উচিত। যদি আলমারি বা লকারে রাখেন, তাহলেও বড় মূর্তি রাখবেন। ঘরের কোণে কোনও সময় জগন্নাথদেবকে স্থাপনা করবেন না। বাড়িতে ঠাকুরঘরের পাশাপাশি বসার ঘরেও সাজিয়ে রাখতে পারেন জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। তাহলে বাড়িতে প্রবেশ এবং বাড়ি থেকে বার হওয়ার সময় তাঁর দর্শনলাভ হবে। আগত অতিথিরাও তাঁর দর্শন লাভ করতে পারবেন।
advertisement
1/5
রথযাত্রায় বাড়িতে জগন্নাথদেবের পুজো করছেন? কোথায় কীভাবে রাখবেন তাঁর মূর্তি? রইল পুজোর নিয়ম
জগন্নাথভক্তদের কাছে রথযাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তবে সকলের পক্ষে তো রাজপথে গিয়ে রথের রশি স্পর্শ করা সম্ভব হয় না। তাঁরা বাড়িতেই জগন্নাথ দেবের পুজো করেন। কোন রীতিতে জগন্নাথদেবের পুজো করবেন বাড়িতে, কোন নিয়মে আরাধনা করবেন, জেনে নিন এই শুভ ক্ষণে। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
2/5
জ্যোতিষ তথা বাস্ত্রশাস্ত্র মতে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বড় ছবি বা মূর্তি বাড়িতে পুজো করা উচিত। যদি আলমারি বা লকারে রাখেন, তাহলেও বড় মূর্তি রাখবেন। ঘরের কোণে কোনও সময় জগন্নাথদেবকে স্থাপনা করবেন না। বাড়িতে ঠাকুরঘরের পাশাপাশি বসার ঘরেও সাজিয়ে রাখতে পারেন জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। তাহলে বাড়িতে প্রবেশ এবং বাড়ি থেকে বার হওয়ার সময় তাঁর দর্শনলাভ হবে। আগত অতিথিরাও তাঁর দর্শন লাভ করতে পারবেন।
advertisement
3/5
তবে বাড়ির যেখানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রাখুন না কেন, শুধু গৃহসজ্জার সাজসরঞ্জাম হিসেবে রাখবেন না। বরং তাঁদের যথা উপচারে ও নিয়মে পুজো করুন।জগন্নাথ, বলরাম, সুভদ্রার সঙ্গে পূজিত হন সুদর্শন চক্রও। রথযাত্রার পুণ্যতিথিতে তাঁদের উপাসনার সময় ধূপকাঠি দিয়ে আরতি করুন। সব সময় বিজোড় সংখ্যক ধূপকাঠি নিন। ৩, ৫ বা ৭ এরকম সংখ্যক ধূপকাঠি নিতে পারেন আরতির জন্য।
advertisement
4/5
ঘিয়ের প্রদীপেও আরতি করুন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। তাঁদের পাদপাদ্ম এবং সুদর্শন চক্রে নিবেদন করুন পুষ্পার্ঘ্য। প্রসাদ হিসেবে রাখুন প্রসাদ ও মিষ্টান্ন। নারকেল রাখবেন ফলপ্রসাদে। জগন্নাথ পুজোর সময় রাখতে পারেন কীর্তনের আয়োজনও। খোল করতাল মৃদঙ্গ বাজিয়ে করুন নামসংকীর্তন। এই নামগানে অংশ নিন পরিবারের সদস্য এবং অতিথিরা।
advertisement
5/5
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
JagannathDev Puja at Home: রথযাত্রায় বাড়িতেই জগন্নাথদেবের পুজো করছেন? কোথায় কীভাবে রাখবেন তাঁর মূর্তি? জানুন পুজোর রীতি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল