Rathyatra 2024: জগন্নাথের আশীর্বাদে দিন ঘুরেছে! রথযাত্রা থেকে সৌভাগ্য ফিরবে, নতুন করে জীবন শুরুর বড় সুযোগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Rathyatra 2024: রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল, এক টুকরো হলুদ, একটি কড়ি এবং এক টাকার কয়েন রেখে দিন। উল্টো রথের দিন সেটি দান করুন যে কোনও মন্দিরে। দেখুন ফল পাবেন হাতেনাতে।
advertisement
1/6

*হিন্দু ধর্মমতে রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ। এইদিনে করা কোনও কাজ শুভ ফল দেয় বলে জ্যোতিষ মতে বিশ্বাস। আবার এই দিনেই কয়েকটি ছোট্ট টোটকায় ভাগ্য ফেরানোর সুযোগ।
advertisement
2/6
*সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য ও বিশিষ্ট পুরোহিত দামোদর চক্রবর্তী বলছেন, রথযাত্রার দিনে জগন্নাথ দেবের আশীর্বাদে জীবনে আসা বাধা-বিপত্তি, অর্থ সংকট, দুঃখ-দুর্দশা সাংসারিক অশান্তি কেটে যায়।
advertisement
3/6
*এদিন জগন্নাথ দেবকে ১০৮ তুলসী পাতার মালা নিবেদন করা উচিত। কিন্তু সেই তুলসী পাতা সেলাই করা যাবে না। সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। তাহলে তিনি খুব খুশি হন। পাশাপাশি এদিন জগন্নাথ দেবকে ১০৮টি গোলাপ ফুল নিবেদনের পরামর্শ দিয়েছেন তিনি। ১০৮ সম্ভব না হলে কমপক্ষে ২১টি গোলাপ নিবেদন করুন।
advertisement
4/6
*রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল, এক টুকরো হলুদ, একটি কড়ি এবং এক টাকার কয়েন রেখে দিন। উল্টো রথের দিন সেটি দান করুন যে কোনও মন্দিরে। দেখুন ফল পাবেন হাতেনাতে। সংসারে ফিরবে সুখ-শান্তি, বয়ে যাবে অর্থের বন্যা।
advertisement
5/6
*এ দিন একটি হলুদ কাপড়ে ১১ রকমের ফুল, ১১ রকমের ফল এবং ১১টি এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবকে অর্পণ করুন, দেখুন কাজ হবে ম্যাজিকের মত। জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যাবে জগন্নাথ দেবের কৃপায়। সম্ভব হলে অবশ্যই গঙ্গায় অথবা নদীতে স্নান করুন।
advertisement
6/6
*এদিন অবশ্যই জগন্নাথদেবের রথ দর্শন করুন। রথের রশিতে টান দিন। এটিকে খুবই শুভ কাজ বলে মনে করা হয়। রথের দড়িতে টান না দিলে রথযাত্রায় পূণ্যলাভ অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া এদিন অবশ্যই বাড়িতে একটি গাছ লাগান। তার ফলে কেটে যাবে বাস্তুদোষ। নেতিবাচক শক্তি চলে গিয়ে আসবে সুখ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rathyatra 2024: জগন্নাথের আশীর্বাদে দিন ঘুরেছে! রথযাত্রা থেকে সৌভাগ্য ফিরবে, নতুন করে জীবন শুরুর বড় সুযোগ