Shukra Ast|Venus Set: শুক্রের অস্ত! জীবনের মাঙ্গলিক ও গুরুত্বপূর্ণ কাজে চরম বাধা-বিপত্তি, এখন থেকেই খুব সাবধান
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shukra Ast|Venus Set|Vivah Impacts|Shaadi Impct|Wedding Impact|Marriage Impact|Zodiac Sign|Astrological Predictions|Rashifal|Horoscope|Life Style: বিয়ে থেকে মাঙ্গলিক অনুষ্ঠান বড়সড় বাধা বিপত্তি দেখতে পাওয়া যায়
advertisement
1/9

সনাতন হিন্দুধর্মের যেকনও মাঙ্গলিক কাজ করতে গেলেই পঞ্জিকা দেখেই কাজ করতে হয় ৷ তবে কিছু গ্রহের ফেরে অনেক কাজ আটকে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
গ্রহের মধ্যে শুক্রগ্রহ অত্যন্ত প্রয়োজনীয় ৷ আসলে ৬ জানুয়ারি ২০২২ থেকে শুক্র গ্রহ অস্ত যাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
আগামী ১১ জানুয়ারি পর্যন্ত অস্ত থাকবে এই শুক্র ৷ এই সময়ে বিয়ে বা কোনও মাঙ্গলিক কাজ হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এখন খরমাস বলেই কোনও কাজ হচ্ছেনা ৷ ২০২২ সালে ঠিক কখন সূর্য অস্ত যাবে ৷ এবং একই সঙ্গে বিয়েতে বিবাদ দেখা দেবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
২০২২ সালে ২ বার অস্ত যাবে ৷ সাধারণত শুক্র গ্রহ বছরে ২ বার অস্ত যায় ৷ ২০১৮ সালে এমনটাই হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
জানুয়ারি ২০২২ শুক্র গ্রহ ১১ তারিখ পর্যন্ত অস্ত থাকবে ৷ ফের ২ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অস্ত থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
যখনই কোনও গ্রহ সূর্যের কাছাকাছি আসে তখনই সেই গ্রহের তেজ কমে যায় ৷ ফলে গ্রহের অশুভ ফল পাবেন ৷ একই সঙ্গে আবহাওয়া প্রভাব ফেলবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
শুক্র গ্রহের অস্ত অর্থাৎ বিয়ের ব্যাপারে বাধা বিপত্তি দিয়ে থাকে ৷ আবহাওয়ার প্রভাব ফেলবে ৷ শুক্র অস্ত গেলে অসময়ে বৃষ্টিপাত হয়ে থাকে ৷ যে রকম ভাবে বর্তমানে দেশের বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার প্রচার করেনা বা সমর্থন করেনা ৷ যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Ast|Venus Set: শুক্রের অস্ত! জীবনের মাঙ্গলিক ও গুরুত্বপূর্ণ কাজে চরম বাধা-বিপত্তি, এখন থেকেই খুব সাবধান