TRENDING:

ওলট-পালট হয়ে যাবে ভাগ্য...! এই নভেম্বরেই একের পর এক গ্রহের স্থান পরিবর্তন, মালামাল হবে কোন কোন রাশি?

Last Updated:
Rashifal November 2023: আগামী ৩ নভেম্বর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে এবং ৪ নভেম্বর শনি কুম্ভ রাশিতে মার্গী হবে। তাছাড়া বৃশ্চিকে ৬ নভেম্বর বুধ এবং ১৭ নভেম্বর সূর্য প্রবেশ করবে। ২৭ নভেম্বর বুধ চলে যাবে ধনু রাশিতে।
advertisement
1/14
ওলট-পালট হয়ে যাবে ভাগ্য...! নভেম্বরেই একের পর এক গ্রহের স্থান পরিবর্তন
Rashifal November 2023: প্রতি নিয়ত পরিবর্তিত হচ্ছে গ্রহ-নক্ষত্রের অবস্থান। ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে এই পরিবর্তনের প্রভাব পড়ে পৃথিবীর মানুষের উপর। নভেম্বর মাস পড়তে চলেছে। এই মাসটিকে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
advertisement
2/14
Rashifal November 2023:  আগামী ৩ নভেম্বর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে এবং ৪ নভেম্বর শনি কুম্ভ রাশিতে মার্গী হবে। তাছাড়া বৃশ্চিকে ৬ নভেম্বর বুধ এবং ১৭ নভেম্বর সূর্য প্রবেশ করবে। ২৭ নভেম্বর বুধ চলে যাবে ধনু রাশিতে। এই ব্যাপক পরিবর্তনের ফলে কোন রাশির জাতক-জাতিকা কেমন ফল পাবেন, দেখে নেওয়া যাক—
advertisement
3/14
Rashifal November 2023:  মেষ— নভেম্বরে এই রাশিক জাত-জাতিকার জীবনে শান্তি ও আনন্দ আসবে। দাম্পত্য সুখ ও ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা।
advertisement
4/14
Rashifal November 2023:  বৃষ— আত্মবিশ্বাস বাড়বে। পরিবারের সহযোগিতা পাওয়া যাবে। ব্যবসায় উন্নতি। তবে মেজাজ ও আবেগে নিয়ন্ত্রণ প্রয়োজন।
advertisement
5/14
Rashifal November 2023: মিথুন— স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। বাধা আসতে পারে। রাগ ও আবেগ এড়িয়ে চলাই ভাল। ব্যবসায় পরিশ্রম করতে হবে।
advertisement
6/14
Rashifal November 2023:  কর্কট— সন্তুষ্টি থাকবে, আবার হতাশাও আসতে পারে। বিবাদ এড়িয়ে চলতে হবে। চাকরি পরিবর্তন হতে পারে। স্বাস্থ্যের যত্ন প্রয়োজন।
advertisement
7/14
Rashifal November 2023:  সিংহ— মন শান্ত থাকবে, চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা মিলবে। উন্নতির পথ প্রশস্ত হবে।
advertisement
8/14
Rashifal November 2023:  কন্যা— পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সমস্যা বাড়তে পারে। আয় কমতে পারে, ব্যয় বাড়বে।
advertisement
9/14
Rashifal November 2023:  তুলা— আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে, নতুন কাজের সুযোগ মিলতে পারে। অগ্রগতি সম্ভব।
advertisement
10/14
Rashifal November 2023:  বৃশ্চিক— মনে অস্থিরতা থাকবে। জীবনে উত্থান পতনের সম্মুখীন হতে হবে। কথাবার্তায় সংযম রাখা দরকার। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।
advertisement
11/14
Rashifal November 2023:  ধনু— অহেতুক ক্রোধ থেকে সাবধান। মেজাজ সংযত রাখা দরকার। খরচ বাড়বে। ধৈর্য রাখতে হবে। আত্মবিশ্বাস বজায় থাকবে।
advertisement
12/14
Rashifal November 2023:  মকর— ভাগ্যের সহায়তা মিলবে। রাগ ও আবেগ এড়িয়ে চলাই ভাল। পারিবারিক জীবনে সুখ।
advertisement
13/14
Rashifal November 2023: কুম্ভ— কথায় নমনীয়তা আসবে। আয় বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।
advertisement
14/14
Rashifal November 2023:  মীন— মনে অশান্তি থাকতে পারে। সমস্যা দেখা দিতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
ওলট-পালট হয়ে যাবে ভাগ্য...! এই নভেম্বরেই একের পর এক গ্রহের স্থান পরিবর্তন, মালামাল হবে কোন কোন রাশি?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল