TRENDING:

Rashifal 2022: উন্নতি বাঁধাধরা! রাশি অনুযায়ী এই ধাতুর কয়েন সঙ্গে সঙ্গে রাখুন, মুহূর্তে মালামাল হবেন, আপনার খারাপ চাইলে নিমেষে বরবাদ

Last Updated:
Rashifal 2022|Vastu Tips 2022|Astrological Prediction|Horoscope 2022|Rashichakra 2022|Luck will Change|Zodiac Sign: এইগুলি ব্যবহার করুন রাশি অনুযায়ী উন্নতির গতিবেগে যাঁরা আপনার খারাপ চাইছেন তাঁরা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবেন
advertisement
1/15
রাশি অনুযায়ী এই ধাতুর কয়েন সঙ্গে সঙ্গে রাখুন, মুহূর্তে মালামাল হবেন
ভাগ্যকে সবাই সহায় পেতে চান ৷ এর জন্য মানুষ পরিশ্রমের পাশাপাশি অনেক ধরনের উপায়ের দিকে নজর দিতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
অনেক সময়েই লক্ষ্য করা গয়েচে প্রচুর পরিশ্রমের পরেও আশানুরূপ ফল পাওয়া যায়না ৷ এক নজরে জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের জীবন বদলে দিতে পারে কোন ধাতু ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
মেষ (Aries): এই রাসির জাতক-জাতিকাদের কাছে তামার পয়সা থাকলে অত্যন্ত শুভ হয়ে থাকে ৷ এরপে শরীর ভাল থাকে ৷ এতে টাকা পয়সা সংক্রান্ত সমস্যার সমাধান হয় দ্রুত ৷ ক্রোধের উপরে নিয়ন্ত্রণ পাবেন আর টাকা পয়সার অভাব কখনই হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
বৃষ (Taurus): রুপো বা দস্তার কয়েন গোলাপি কাগজ বা কাপড়ে মুড়ে সব সময়ে কাছে রাখলে বিশেষ ফল পাওয়া সম্ভব ৷ এতে টাকা পয়সা সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয় ৷ টাকা পয়সার বোঝা কমতে থাকতে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
মিথুন (Gemini): এই রাশির জাতক জাতিকাদের কাছে কাঁসার টাকা রাখলে অত্যন্ত শুভ হয়ে থাকে ৷ কেরিয়ারের উন্নতি হয়ে থাকে ৷ অকারণে ভয় বা ভিতি থেকে মুক্তি পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
কর্কট (Cancer): কর্কট রাশির জাতক জাতিকাদের সব সময়ে কাছে রুপোর কয়েন রাখলে ভাগ্য অত্যন্ত সহায় থাকে ৷ শরীর থাকে ভাল, অনেক ধরনের অকারণে ভয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
সিংহ (Leo): এই রাশির জাতক-জাতিকাদের পুজোর স্থানে পিতলের সিকি রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় ৷ কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায় অতি সহজেই ৷ এছাড়াও বিবাহিত জীবনও সুখের হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
কন্যা (Virgo): এই রাশির জাতক-জাতিকাদের টাকা পয়সার জায়গায় রুপো টাকা রাখলে ভাল ফল পেতে পারেন, অথবা সোনা বা পিতলের টাকা মানি ব্যাগে রাখলে বাড়তে ফল পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
তুলা (Libra): রুপোর কয়েন সব সময়ে কাছে থাকলে বিশেষ সুবিধা পেতে পারেন ৷ এতে কমবে অযথা খরচ ৷ বিবাহিত জীবন একই সঙ্গে খুশিতে ভরে উঠবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
বৃশ্চিক (Scorpio): তামার কয়ন লাল সুতোর সঙ্গে ধারণ করলে বিশেষ ফল পেতে পারেন ৷ পারিবারিক জীবন অত্যন্ত সুখের হবে ৷ একই সঙ্গে সন্তানের সমস্যা নিমেষেই দূর হবে ৷ খুব তাড়াতাড়ি হবে মনের মত ঘর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
ধনু (Sagittarius): সোনা বা পিতলের কয়েন রাখাটা অত্যন্ত শুভ ৷ এরফলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন ৷ একই সঙ্গে আর্থিক ভাবে স্বচ্ছল হতে পারবেন ৷ আর্থিক অবস্থা মজবুত হবে ৷ এরফলে স্বভাবও ভাল থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
মকর (Capricorn): মানিব্যাগে সর্বদা লোহার টাকা রাখতে হবে ৷ এছাড়াও আরও একটি লোহার টাকা ঘরের গেটে ঝুলিয়ে দিলে ধনসম্পদ বৃদ্ধি পাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
কুম্ভ (Aquarius): এই রাশির জাতক-জাতিকাদের সর্বদাই মানিব্যাগে ২ টাকার কয়েন রাখতে হবে ৷ খেয়াল রাখতে হবে যেন কোনও ভাবেই তা খরচ না হয় ৷ এরকম করলে উন্নতি বয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
মীন (Pisces): এই রাশির জাতক-জাতিকাদের সোনা বা পিতলে কয়েন হলুদ রঙের কাগজে জড়িয়ে মানিব্যাগে বা পুজোর স্থানে রাখতে হবে ৷ এমন হলে অপব্যায় রোধ করা সম্ভব হবে ৷ ক্রোধও থাকবে নিয়ন্ত্রণে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
বিধিবদ্ধ সতর্কীকরণ: এইগুলি শুধুই জ্যোতিষ গণনার নিরিখেই সৃষ্টি ৷ কোনও কুসংস্কার নিউজ ১৮ বাংলা সমর্থন করেনা বা প্রচারও করেনা ৷ কোনও জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে কোনও ভাবে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয়, কোনও ভাবেই উদ্দেশ্য প্রণোদিত হয় ৷ তাই বিচার বিবেচনা করে তবেই নিজের জন্য নিজে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rashifal 2022: উন্নতি বাঁধাধরা! রাশি অনুযায়ী এই ধাতুর কয়েন সঙ্গে সঙ্গে রাখুন, মুহূর্তে মালামাল হবেন, আপনার খারাপ চাইলে নিমেষে বরবাদ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল