Shani Prakop Mukti Sawan Shanibar: শনির মহাদশায় জীবনে চরম চাপ! শ্রাবণের প্রথম শনিবারে ৫ উপায়েই নিষ্কৃতি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shani Prakop Mukti Sawan Shanibar: শনির ঢাইয়া ও সাড়ে সাতি জীবনকে নাজেহাল করে তোলে, তখনই কিছু টোটকা জীবনে নিয়ে আসে সুস্থিরতা
advertisement
1/15

বৈদিক শাস্ত্রমতে শনি হলেন ন্যায় ও কর্মফলের দেবতা ৷ উল্লিখিত আছে শনি যদি প্রসন্ন থাকেন সেক্ষেত্রে মান সম্মান প্রতিপত্তি অতি সহজেই বাড়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
শনি কর্মফল প্রদান করে থাকেন জাতক-জাতিকাদের ৷ ভাল কাজ করলে ভাল ফল আর খারাপ কাজ করলে খারাপ ফল পান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
শনির যদি সদয় হয়ে থাকেন সেক্ষেত্রে জীবনে উন্নতির ধারাবাহিকতা চোখে পড়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
অন্যদিকে শনির ঢাইয়া ও সাড়ে সাতির প্রকোপ জীবনকে এক্কেবারে নাজেহাল করে তোলে ৷ তোনও কিছুই ঠিকঠাক হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
সম্পত্তির শেষ, টানা খারাপ সময় বাধা বিপত্তিতে জীবন যেন এক্কেবারে শেষ হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
বৈদিক শাস্ত্রমতে শনিদবকে কয়েকটি সাধারণ পদ্ধতিতে শ্রাবণে সন্তুষ্ট করা যেতে পারে ৷ শ্রাবণ মাসের প্রথম শনিবার সূর্যাস্তের পরে এই কাজগুলি করলে জীবনে টাকা পয়সার অভাব হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
শ্রাবণ অর্থাৎ শিবের মাস, শ্রাবণ অর্থাৎ পার্বতীর মাস ৷ সাড়ে সাতি ও ঢাইয়ার প্রকোপ থাকলে কয়েকটি উপায় আছে যা জীবনে প্রয়োগ করলে জীবন ভীষণ সুন্দর হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
শ্রাবণ মাসের প্রথম শনিবারে সূর্যাস্তের পরে পিপল অর্থাৎ অশ্বত্থ গাছের নীচের সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
এই কাজগুলি করলে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবেন, গোছানো ও সুন্দর হবে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
সর্ষে বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে নীল ফুল অর্পণ করুন ৷ শনি চল্লিশা পাঠ করুন, কিন্তু পুজোর সময়ে শনির মূর্তির দিকে একদমই তাকাবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থ গাছের চারদিকে ৫ থেকে ৭ বার প্রদক্ষিণ করুন ৷ অসহায় মানুষের জন্য কিছু দান করুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
শনিবার সর্ষের তেল দান করুন, দান করার আগে সর্ষের তেলে নিজের মুখ দেখুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
শ্রাবণ মাসের প্রথম শনিবারে ভগবান শিবকে জলাভিষেক করুন ৷ বেলপাতা নিবেদন করে শিব চল্লিশা পাঠ করুন ফল পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
শ্রাবণ মাসের প্রথম শনিবার হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন ৷ হনুমান চল্লিশা পাঠ করলে জীবনে দুঃখ, দুর্দশা ও ঝামেলার অবসান হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধও করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Prakop Mukti Sawan Shanibar: শনির মহাদশায় জীবনে চরম চাপ! শ্রাবণের প্রথম শনিবারে ৫ উপায়েই নিষ্কৃতি