Gajkesari Rajyog: চন্দ্র-বৃহস্পতির শক্তিশালী সংযোগ! গজকেশরী রাজযোগ বদলে দেবে ৩ রাশির কপাল, টাকা পয়সায় ফুলে-ফেঁপে উঠবেন জাতক-জাতিকারা
- Published by:Arjun Neogi
Last Updated:
Gajkesari Rajyog: তিন রাশি টাকা-পয়সায় এত শক্তিশালী হবেন যাতে কেউ টেক্কা দিতে এলেঅই চূর্ণ-বিচূর্ণ হবে
advertisement
1/16

Gajkessari Yog 2023: জ্যোতিষ শাস্ত্রমতে গ্রহ গোচর করে বেশ কিছু শুভ ও অশুভ মুহূর্ত তৈরি করে ৷ এর প্রভাব ১২টি রাশিতেই সমান ভাবে পড়ে ৷ তার মধ্যে কয়েকটি রাশির উপরে বিশেষ ভাবে প্রভাব ফেলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
Gajkessari Yog 2023: মীন রাশিতে চন্দ্র ও বৃহস্পতির য়ুতিতে গজকেশরী যোগ তৈরি হতে চলেছে আগামী ২২ মার্চ ২০২৩ থেকেই ৷ সেই দিন থেকেই হিন্দু নববর্ষ শুরু হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
Gajkessari Yog 2023: এর প্রভাব তিন রাশির উপরে সব থেকে বেশি লক্ষ্য করা যাবে ৷ আর্থিক ভাবে প্রচুর লাভ পাবেন তিন রাশির জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
Gajkessari Yog 2023: গজকেশরী সংযোগের ফলে ধনু রাশির জাতক-জাতিকাদের তাগড়া লাভ হতে চলেছে ৷ এই সংযোগ কুষ্ঠির দ্বিতীয় ঘরে তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
Gajkessari Yog 2023: বাক্য বা কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, যাঁরা মার্কেটিং, মিডিয়ায় কাজ করেন তাঁদের জন্য এই সময় অত্যন্ত ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
Gajkessari Yog 2023: এই ঘরকে ধন ও বাণীর ঘর বলেই মনে করা হয় ৷ এই কারণেই এই অবধিতে আকস্মিক ধন প্রাপ্তি হতে পারে ৷ একই সঙ্গে ব্যবসায়ীরা এই সময়ে নতুন ব্যবসা শুরু করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
Gajkessari Yog 2023: বাক্য বা কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, যাঁরা মার্কেটিং, মিডিয়ায় কাজ করেন তাঁদের জন্য এই সময় অত্যন্ত ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
Gajkessari Yog 2023: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য গজকেশরী রাজযোগ বিরাট সাফল্য এনে দিতে পারে ৷ এই সংযোগ কর্কটের নবম ঘরে তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
Gajkessari Yog 2023: যাকে ভাগ্য আর বিদেশের স্থান বলে মনে করা হয় ৷ এই জন্যই এই সময়ে ভাগ্যের সহায়তা পেতে পারেন ব্যাপক রূপে ৷ বিদেশযাত্রার সংযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
Gajkessari Yog 2023: যে সমস্ত পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য অত্যন্ত বড় খবর আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
Gajkessari Yog 2023: যারা সরকারি চাকরি সংক্রান্ত কোনও পরীক্ষা দিয়েছেন তাঁদের জন্যও অপেক্ষা করছে ভাল ফল ৷ আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
Gajkessari Yog 2023: মীন রাশির জন্যও গজকেশরী সংযোগ অত্যন্ত ভাল ফল নিয়ে আসতে পারে ৷ গজকেশরী সংযোগ মীন রাশির লগ্নের ঘরে প্রস্তুত হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
Gajkessari Yog 2023: ব্যক্তিত্ব এবার প্রতিষ্ঠিত হতে চলেছে ৷ বৃদ্ধি হবে আত্মবিশ্বাসেও ৷ আর্থিক ও বিষয় ও ব্যবসা বাণিজ্যে লাভ পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
Gajkessari Yog 2023: অংশীদারিত্ব কাজ শুরু করার জন্য এই সময় অত্যন্ত অনুকূল ৷ অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে ৷ বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
Gajkessari Yog 2023: উন্নতি হতে চলেছে জীবনসঙ্গীরও ৷ সব মিলিয়ে এই তিন রাশির মানুষদের সাফল্য নতুন করে উড়ান আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
Gajkessari Yog 2023, Rashifal 2023, Disclaimer:উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Gajkesari Rajyog: চন্দ্র-বৃহস্পতির শক্তিশালী সংযোগ! গজকেশরী রাজযোগ বদলে দেবে ৩ রাশির কপাল, টাকা পয়সায় ফুলে-ফেঁপে উঠবেন জাতক-জাতিকারা