TRENDING:

Rama Ekadashi 2025: রমা একাদশী কবে? এই দিনের উপবাসে প্রাপ্ত হয় বিষ্ণুলোক! জেনে নিন একাদশীর সঠিক দিনক্ষণ, পুজোর শুভ সময় ও মাহাত্ম্য

Last Updated:
Rama Ekadashi 2025: দীপাবলির চার দিন আগে রমা একাদশীর উপবাস পালন করা হয়। এই ব্রতের ফলে বিষ্ণু সহ দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। জেনে নিন এ বছরের রমা একাদশীর দিনক্ষণ, শুভ সময় এবং উপবাসের সময়
advertisement
1/8
রমা একাদশী কবে? এই দিনের উপবাসে প্রাপ্ত হয় বিষ্ণুলোক! জেনে নিন পুজোর শুভ সময় ও মাহাত্ম্য
শুক্রবার রমা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই বছর কার্তিক মাসে এই একাদশী পড়ে। এ বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষে শুক্রবার একাদশী উপবাস পালিত হবে। রমা একাদশী উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। রমা একাদশীতে পূর্ণ ভক্তির সঙ্গে ভগবান বিষ্ণুর স্মরণ জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। অতএব, আসুন রমা একাদশী পুজোর শুভ সময়, আচার এবং উপবাস ভাঙার সঠিক সময়টি জেনে নিই।
advertisement
2/8
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, একাদশী তিথি ১৬ অক্টোবর সকাল ১০ টা ৩৫ মিনিটে শুরু হবে এবং ১৭ অক্টোবর সকাল ১১ টা ১২ মিনিট পর্যন্ত চলবে। উদয় তিথি অনুসারে, ১৭ অক্টোবর রমা একাদশী উপবাস পালন করা হবে।পারণ উপবাস ভাঙার দিন - ১৮ অক্টোবর ২০২৫।
advertisement
3/8
পারণ অর্থাৎ উপবাস ভাঙার সময় - ১৭ অক্টোবর সকাল ০৬ টা ২৪ মিনিট থেকে ১৮ অক্টোবর সকাল ০৮ টা ৪১ মিনিট পর্যন্ত। পারণ তিথিতে দ্বাদশী শেষের সময় - দুপুর ১২ টা ১৮ মিনিট।
advertisement
4/8
স্নানের পর মন্দির পরিষ্কার করুন। ভগবান শ্রী হরি বিষ্ণুর জলাভিষেক করুন। পঞ্চামৃতের সঙ্গে গঙ্গার জল দিয়ে ভগবান শ্রী হরি বিষ্ণুর অভিষেক করুন। এখন মন্দিরে ঘি প্রদীপ জ্বালান। সম্ভব হলে উপবাস করুন এবং উপবাস পালনের প্রতিজ্ঞা করুন।
advertisement
5/8
রমা একাদশীর উপবাস কাহিনী পাঠ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। অবশেষে, ক্ষমা প্রার্থনা করুন। রমা একাদশীর দিনে দেবী লক্ষ্মীর পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়।
advertisement
6/8
যে কোনও একাদশী তিথিতেই তুলসীপাতা ছেঁড়া যাবে না। প্রয়োজনে আগের দিন তুলসীপাতা তুলে রাখতে হবে, তবে একাদশীর তিথি এক বার লেগে গেলে তুলসীগাছে আর হাত দেওয়া যাবে না, পাতাও কোনও মতে ছেঁড়া যাবে না।
advertisement
7/8
একাদশীর ব্রত যাঁরা পালন করেন, তাঁরা সে দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। কিন্তু সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না। কেবল জল দিয়ে স্নান করতে হবে।
advertisement
8/8
এই দিন মাজন ব্যবহার করা যাবে না। নিমের দাতন দিয়ে দাঁত মাজতে পারলে খুব ভাল হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rama Ekadashi 2025: রমা একাদশী কবে? এই দিনের উপবাসে প্রাপ্ত হয় বিষ্ণুলোক! জেনে নিন একাদশীর সঠিক দিনক্ষণ, পুজোর শুভ সময় ও মাহাত্ম্য
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল