Astro Tips 2024: রাম নবমীতে ‘এই’ কাজগুলি করুন, সৌভাগ্য আপনার সঙ্গী হবে আজীবন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Astro Tips 2024: রামনবমী পালিত হবে আগামী ১৭ এপ্রিল। জেনে রাখুন এই দিন কি করলে ফিরবে ভাগ্য।
advertisement
1/5

আসছে রামনবমী। রাম ভক্তদের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর এই বছরের রামনবমী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রামনবমী পালিত হবে আগামী ১৭ এপ্রিল। জেনে রাখুন এই দিন কি করলে ফিরবে ভাগ্য।
advertisement
2/5
এই বিষয়ে পঞ্জিকাবিদ এবং জ্যোতিষবিদ পন্ডিত পরাণ ঠাকুর বলছেন, রামনবমীর দিন রাম দরবার অর্থাৎ রাম, সীতা, লক্ষণ এবং হনুমানজি একসঙ্গে রয়েছেন, এমন একটি ছবি ঘরে স্থাপন করুন। সেখানে অর্পণ করুন কমলা সিঁদুর, লাল কাপড়।
advertisement
3/5
তিনি বলছেন, এই দিন অবশ্যই পাঠ করুন শ্রী রাম স্তুতি। রাম নাম জপ করার পর শ্রী রাম স্তুতি জপ করলে মিলবে অগাধ শান্তি। ঘরে আসবে অপার সুখ। মিলবে ভগবান শ্রী গ্রামের বিশেষ আশীর্বাদ।
advertisement
4/5
এবিষয়ে পন্ডিত পরাণ বাবু জানিয়েছেন, এদিন রামের পুজোর করার পাশাপাশি পুজো করুন সংকটমোচন হনুমানের। অবশ্যই পাঠ করুন হনুমান চালিশা। রামনবমীতে এভাবে পুজো করলে রামচন্দ্রের পাশাপাশি হনুমানজির আশীর্বাদ পাবেন। জীবন থেকে সমস্ত দুঃখ-দুর্দশা, অভাব-অশান্তি কেটে যাবে।
advertisement
5/5
এদিন বিশেষ একটি টোটকার কথা বলেছেন তিনি। এই জ্যোতিষ এবং পঞ্জিকাবিদ জানিয়েছেন, রামনবমীতে রামচন্দ্রকে অর্পণ করুন ১১ টি অশ্বত্থ পাতা। তাতে অবশ্যই সিঁদুর দিয়ে শ্রীরাম লিখবেন। তাছাড়া এদিন সাধ্যমত দানধ্যান করার পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips 2024: রাম নবমীতে ‘এই’ কাজগুলি করুন, সৌভাগ্য আপনার সঙ্গী হবে আজীবন