TRENDING:

Ram Navami Rituals 2024: আগামিকাল রামনবমী, এই রঙের সিঁদুর, কলাইয়ের ডাল ও ১১ টি অশ্বত্থের পাতা দিয়ে করুন এই ছোট্ট কাজ! ধনসম্পদ সৌভাগ্যে ভরে উঠবে জীবন

Last Updated:
Ram Navami Rituals 2024:এই শুভ তিথিতে পালন করুন কিছু সহজ ঘরোয়া টোটকা৷ শ্রীরামচন্দ্রের আশীর্বাদে ধনসম্পদে ভরে থাকবে জীবন৷ চৈত্র নবরাত্রির নবমী তিথিতে পালিত হয় পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি৷ এ বছর আগামিকাল, বুধবার পালিত হবে রামনবমী৷
advertisement
1/9
রামনবমীতে সিঁদুর, কলাইয়ের ডাল ও ১১ অশ্বত্থপাতায় ছোট্ট কাজ! ধনসম্পদে ভরে থাকবেন
চৈত্র নবরাত্রির নবমী তিথিতে পালিত হয় পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি৷ এ বছর আগামিকাল, বুধবার পালিত হবে রামনবমী৷
advertisement
2/9
এই শুভ তিথিতে পালন করুন কিছু সহজ ঘরোয়া টোটকা৷ শ্রীরামচন্দ্রের আশীর্বাদে ধনসম্পদে ভরে থাকবে জীবন৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
advertisement
3/9
রামনবমী তিথিতে রামচন্দ্রের পাশাপাশি পুজো করা হয় মা সীতা, লক্ষ্মণ এবং হনুমানেরও৷
advertisement
4/9
রামনবমী তিথিতে পাঠ করুন হনুমান চালিশা৷ তাহলে জীবনের বাধাবিঘ্ন দূর হবে৷
advertisement
5/9
এই তিথিতে রামসীতা এবং লক্ষ্মণের ছবি বা বিগ্রহে অর্পণ করুন কমলা বা লালরঙের ওড়না এবং কমলা রঙের সিঁদুর৷
advertisement
6/9
কিছু কলাইয়ের ডালের দানার সঙ্গে মাখিয়ে নিন টকদই এবং কমলা সিঁদুর৷ তার পর ওই ডালের দানা অশ্বত্থগাছের নীচে রাখুন সন্ধ্যায়৷ তার পর আর পিছনে ফিরে তাকাবেন না৷
advertisement
7/9
একটি পিতলের থালায় প্রজ্বলন করুন গাওয়া ঘিয়ের ৯ টি প্রদীপ৷ রামনবমী পুজোর শেষে লালকাপড়ে ১১ টি কড়ি বাঁধুন কালো সুতোয়৷ তার পর সেটি রাখুন আলমারিতে৷ কোনওদিন ধনসম্পদের অভাব হবে না৷
advertisement
8/9
১১ টি অশ্বত্থপাতায় শ্রীরামচন্দ্রের নাম লিখে মন্দিরে বা বাড়িতে অর্পণ করুন রামচন্দ্রের পায়ে৷ তাঁর আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি উপচে পড়বে৷
advertisement
9/9
এই শুভ তিথিতে দরিদ্রদের দান করুন যথাসম্ভব৷ সেবা করুন পশ্ুপ্রাণীদের৷ তাহলে পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কৃপালাভ লাভ করবেন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ram Navami Rituals 2024: আগামিকাল রামনবমী, এই রঙের সিঁদুর, কলাইয়ের ডাল ও ১১ টি অশ্বত্থের পাতা দিয়ে করুন এই ছোট্ট কাজ! ধনসম্পদ সৌভাগ্যে ভরে উঠবে জীবন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল