Raksha Bandhan 2023: ২০০ বছর পর রাখিতে দুই বিরল সংযোগ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, টাকার বৃষ্টি হবে জীবনে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

এ বছর রাখি বন্ধনে রয়েছে ভদ্রার ছায়া। যে কারণে এই উৎসবের তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। শাস্ত্র মতে, এবার রাখি পূর্ণিমায় পড়েছে অত্যন্ত বিরল যোগ। ২০০ বছর পর রাখি বন্ধন উত্সবে শনি ও বৃহস্পতি তাদের স্ব-রাশিতে বক্রী দশায় অবস্থান করছে। পাশাপাশি ২৪ বছর পর রাখি বন্ধনে রবি যোগের সঙ্গে বুধাদিত্য যোগ এবং শতভিষা নক্ষত্রের সংযোগ রয়েছে। এই দুই বিরল সংযোগে ৩ রাশির জীবনে নেমে আসবে টাকা-যশ-প্রতিপত্তির বন্যা। জেনে নিন কারা সেই সোভাগ্যবান ৩ রাশি--
advertisement
2/4
সিংহ রাশি-- রাখি পূর্ণিমায় জীবন বদলে যাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের। ভাগ্যের সঙ্গ পাবেন। প্রচুর অর্থ-প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসা-বাণিজ্য বা পার্টনারশিপে ভাল লাভ হবে। সমস্ত আর্থিক সংকট মিটে যাবে। সেপ্টেম্বরে একটি বড় কাজ বা চুক্তি হাতে আসতে পারে। মান-সম্মান বৃদ্ধি হবে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। বাজারে যত ধার-দেনা ছিল, মিটবে। উলটে আপনি সঞ্চয় করতে পারবেন। সব কাজেই ভাগ্যের সঙ্গ পাবেন। যে-কাজেই হাত দেবেন, সাফল্য মিলবে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। প্রেমের সম্পর্ক মধুর হবে। সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে।
advertisement
3/4
মিথুন রাশি-- অত্যন্ত শুভ সময়। চাকরি ও ব্যবসা, উভয় ক্ষেত্রেই লাভবান হবেন। এতদিন পর্যন্ত যা যা পরিকল্পনা করেছিলেন, সব সফল হবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। রোজগার বাড়বে। আয়ের নানা উৎস খুলবে। দুহাতে টাকা আসবে। দাম্পত্য সম্পর্ক মধুর হবে। বিবাহযোগ্যাদের বিয়ের পাকাকথা হতে পারে এই সময়ে। এই সময় সব ইচ্ছা পূরণ হবে। স্বাস্থ্য ভাল থাকবে। মাসের শেষে কিছু ভাল খবর পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে। রাখির দিন থেকে পরের এক মাস পর্যন্ত নানা দিক থেকে অর্থ লাভ হবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় অর্থ সঞ্চয়ও করতে পারবেন। ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বিবাহের পথে আসা বাধা-বিপত্তি কেটে যাবে।
advertisement
4/4
ধনু রাশি-- বিশাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অপ্রত্যাশিতভাবে সম্পত্তির মালিকানা পেতে পারেন। অবিবাহিত জাতক জাতিকারা এই সময়ে মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে, পদোন্নতি হতে পারে, বাড়তে পারে বেতন। ব্যবসায় বিশাল লাভ করবেন। এই সময় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, যা ভবিষ্যতে আপনার জন্য খুব শুভ। বিনিয়োগের জন্য সেরা সময়। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। স্বাস্থ্য ভাল থাকবে। জমিতে বিনিয়োগ করতে পারেন। নতুন চাকরির সুযোগ আসবে। রাখি পূর্ণিমা থেকে সুসময় শুরু ধনু রাশির জাতকদের। এই সময় আটকে থাকা কাজ সম্পন্ন হবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই সময় সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে সময়টি ভাল যাবে। আয়ের নতুন উৎস পাবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Raksha Bandhan 2023: ২০০ বছর পর রাখিতে দুই বিরল সংযোগ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, টাকার বৃষ্টি হবে জীবনে