Raksha Bandhan 2022: কোন শুভমুহূর্তে বাঁধবেন রাখি? জেনে নিন, এ বছরের রক্ষাবন্ধনের তিথি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এবছর রাখি বা রক্ষাবন্ধনের শুভ মুহূর্ত কখন, জেনে নিন।
advertisement
1/5

প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় পবিত্র রক্ষা বন্ধন। এই বিশেষ দিনে, বোন বা দিদিরা তাদের ভাইদের হাতে বাঁধেন রাখী এবং ভাইদের সুরক্ষিত রাখার কামনা করেন৷ বিনিময়ে ভাইয়েরা উপহার দেন, এবং একই সঙ্গে বোন-দিদিদের খেয়াল রাখার প্রতিশ্রুতি দেন৷ এবছর রাখি বা রক্ষাবন্ধনের শুভ মুহূর্ত কখন, জেনে নিন।
advertisement
2/5
পঞ্চাঙ্গের ভিত্তিতে, এ বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা ৩৮ মিনিট থেকে। যা চলবে তার পরের দিন অর্থাৎ শুক্রবার, ১২ই আগস্ট সকাল ৭.০৫ পর্যন্ত। এ বছর ১১ অগাস্ট পালিত হবে রক্ষাবন্ধন।
advertisement
3/5
রাখীবন্ধন নিয়ে নানা উপখ্যান রয়েছে৷ পুরাণেও রয়েছে নানা কাহিনি৷ এই রাখী উৎসব হল মিলনের উৎসব৷ ভাই-বোনের মধ্যেই হোক বা দুই প্রিয় মানুষের মধ্যেই হোক৷
advertisement
4/5
রবি যোগে রক্ষাবন্ধন: সকাল ৫.০৮ মিনিট থেকে ৬.৫৩ মিনিট পর্যন্ত৷ রক্ষাবন্ধনের প্রদোষ মুহুর্ত:রাত ৮.৫১ থেকে ৯.১৩ পর্যন্ত৷ 08:51 PM থেকে 09:13 PM আয়ুষ্মান যোগ: সকাল থেকে দুপুর ৩.৩২ পর্যন্ত
advertisement
5/5
ভাদ্র মাসে কোনও শুভ কাজ হয় না, তাই ভাদ্রের শুরুর আগে বোনেরা রাখি বাঁধতে পারেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Raksha Bandhan 2022: কোন শুভমুহূর্তে বাঁধবেন রাখি? জেনে নিন, এ বছরের রক্ষাবন্ধনের তিথি