আর কিছুদিন বাদেই রাখীপূর্ণিমা, ভাই বা দাদার হাতে কোন রঙের রাখী বাঁধলে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি! কী বলছে জ্যোতিষশাস্ত্র?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছর রাখীবন্ধন উৎসব ৯ অগাস্ট ২০২৫ সালে শনিবার পালিত হবে। এই দিন দিদি এবং বোনেরা তাঁদের ভাই এবং দাদাদের কব্জিতে রাখী বেঁধে দেন। দিদি এবং বোনেরা এইদিন ভাই এবং দাদাদের সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে থাকেন।
advertisement
1/15

রাখীবন্ধন উৎসব ভাই-বোনের মধ্যে ভালবাসার প্রতীক হিসাবে ধরা হয়। এই রাখি উৎসবকে ভারতীয় সংস্কৃতিটে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছর রাখীবন্ধন উৎসব ৯ অগাস্ট ২০২৫ সালে শনিবার পালিত হবে।
advertisement
2/15
এই দিন দিদি এবং বোনেরা তাঁদের ভাই এবং দাদাদের কব্জিতে রাখী বেঁধে দেন। দিদি এবং বোনেরা এইদিন ভাই এবং দাদাদের সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে থাকেন।এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জ্যোতিষ শাস্ত্র অনুসারে যদি রঙ বেছে রাখী পরানো হয় তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জন্য কোন কোন রঙের রাখী শুভ।
advertisement
3/15
মেষ রাশিমেষ রাশির জন্য ভাই বা দাদাকে লাল রঙের রাখী পরানো শুভ বলে মনে করা হয়।
advertisement
4/15
বৃষ রাশিবৃষ রাশির ক্ষেত্রে ভাই বা দাদাকে সাদা রঙের রাখী পরানো খুবই শুভ বলে মানা হয়।
advertisement
5/15
মিথুন রাশিমিথুন রাশির জাতিকারা ভাই বা দাদাদের সবুজ রঙের রাখী পরান। তা খুবই শুভ বলে মনে করা হয়।
advertisement
6/15
কর্কট রাশিএই রাশির জাতিকারা ভাই বা দাদাদের সাদা রঙের রাখী পরান।
advertisement
7/15
সিংহ রাশিসিংহ রাশির জাতিকারা ভাই বা দাদাদের লাল রঙের রাখী পরান, তা শুভ বলে মনে করা হয়।
advertisement
8/15
কন্যা রাশিকন্যা রাশির জাতিকারা ভাই বা দাদাদের সবুজ রঙের রাখী পরান।
advertisement
9/15
তুলা রাশিএই রাশির মানুষেরা গোলাপি রঙের রাখী পরালে তা শুভ বলে মনে করা হয়।
advertisement
10/15
বৃশ্চিক রাশিএই রাশির লোকেরা যদি লাল রঙের রাখী পরান তা খুবই শুভ বলে মনে করা হয়।
advertisement
11/15
ধনু রাশিধনু রাশির জাতিকারা ভাই বা দাদাদের যদি হলুদ রঙের রাখী পরান তা খুবই শুভ বলে মনে করা হয়।
advertisement
12/15
মকর রাশিএই রাশির জাতিকারা নীল রঙের রাখী পরান তা শুভ বলে মনে করা হয়।
advertisement
13/15
কুম্ভ রাশিকুম্ভ রাশির জাতিকারা ভাই বা দাদাদের নীল রঙের রাখী পরান।
advertisement
14/15
মীন রাশিএই রাশির মানুষেরা ভাই বা দাদাদের নীল রঙের রাখী পরান তা খুবই শুভ বলে মনে করা হয়।
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
আর কিছুদিন বাদেই রাখীপূর্ণিমা, ভাই বা দাদার হাতে কোন রঙের রাখী বাঁধলে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি! কী বলছে জ্যোতিষশাস্ত্র?