TRENDING:

Rakhi Purnima 2023: আজ শনিদেবের বোন ভদ্রার অশুভ দৃষ্টিতে ছারখার জীবন! ঠিক কোন মুহূর্তে রাখি বাঁধবেন, জানুন শুভ সময়

Last Updated:
Rakhi Purnima 2023 Bhadra Kaal: আজ রাখি পূর্ণিমার দিন ভদ্রা যোগ তৈরি হয়েছে যা অত্যন্ত অশুভ। ভদ্রার রোষানল থেকে বাঁচতে সহজও সরল উপায়...
advertisement
1/9
আজ শনির বোন ভদ্রার অশুভ দৃষ্টিতে ছারখার জীবন!ঠিক কোন মুহূর্তে রাখি বাঁধবেন,জানুন
*হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আজ ৩০ অগাস্ট রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা। তবে এ বারে ভদ্রা কাল পড়ায় দিনটি বিশেষ শুভ নয়। প্রতীকী ছবি। 
advertisement
2/9
*জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, আজ রাখিপূর্ণিমার দিন ভদ্রা যোগ তৈরি হয়েছে যা অত্যন্ত অশুভ। প্রতীকী ছবি। 
advertisement
3/9
*ভদ্রকালকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় ৷ ভদ্রাতে না রাখি পরানো যায় না পুজোপাঠ ৷ নতুন কোনও কাজ করা সম্ভব হয় না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
*তাই এ দিন কোনও শুভ কাজ না করাই ভাল। রাখি পূর্ণিমার দিন নানা মাঙ্গলিক কাজের জন্যই বেছে নেওয়া হয়। কিন্তু এ বার অশুভ যোগের কারণে রাখি বাঁধার সময়ও পিছিয়ে দিতে বলা হচ্ছে। প্রতীকী ছবি। 
advertisement
5/9
*পূর্ণিমা তিথি শুরু হল ৩০ অগাস্ট ২০২৩ অর্থাৎ আজ সকাল ১০ঃ৫৯ মিনিটে। আগামিকাল সকাল ৭ঃ০৪ মিনিট পর্যন্ত থাকবে। ফলে এ দিন ভদ্রা যোগ থাকবে সকাল ১০ঃ৫৯ মিনিট থেকে রাত ৯ঃ০২ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি। 
advertisement
6/9
*বিশেষজ্ঞরা বলছেন, ভদ্রা এড়িয়ে রাত ৯ঃ০২ মিনিট থেকে রাত ১২ঃ২৮ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারেন আপনার ভাইয়ের হাতে। প্রতীকী ছবি। 
advertisement
7/9
*৩০ অগাস্ট রাত ৯টা থেকে পরের দিন অর্থাৎ আগামিকাল ৩১ অগাস্ট সকাল ৭ঃ০৫ মিনিট পর্যন্ত শুভ যোগ আছে। প্রতীকী ছবি। 
advertisement
8/9
*আসলে প্রতিবছর পূর্ণিমা তিথিতে রাখি পরানো হয়। তবে ভাদ্রকাল থাকলে সেই সময়টি অতিক্রম হওয়ার আগে বা পরে ভাইদের হাতে রাখি বাঁধা হয়। প্রতীকী ছবি। 
advertisement
9/9
*রাখি পূর্ণিমার দিনে ভাদ্রের ছায়ায় ভাইয়ের হাতে রাখি বাঁধা ঠিক নয়। তাই এ বারে এই জন্যই রাখির দিন-তারিখ নিয়ে ধন্দ তৈরি হয়েছে প্রথম থেকেই।Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rakhi Purnima 2023: আজ শনিদেবের বোন ভদ্রার অশুভ দৃষ্টিতে ছারখার জীবন! ঠিক কোন মুহূর্তে রাখি বাঁধবেন, জানুন শুভ সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল