Rakhi 2022 Bhadra Kaal: রাখিতেও ভদ্রার হুঙ্কার! গ্রহরাজই নন বোনও ভয়ঙ্কর! প্রতিটি কাজেই অশুভ ফল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Rakhi 2022 Bhadra Kaal: ভদ্রার রোষানল থেকে বাঁচতে সহজও সরল উপায়
advertisement
1/10

রাখিপূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন অন্তত হিন্দুসাস্ত্র মতে এমনটাই মনে করা হয় ৷ কিন্তু এই বছরে এই বিশেষ তিথিতে ভদ্রাকালের ছায়া রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
ভদ্রকালকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় ৷ ভদ্রাতে না রাখি পরানো যায় না পুজোপাঠ ৷ নতুন কোনও কাজ করা সম্ভব হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
যেমন গৃহপ্রবেশ, মুন্ডন, কোনও কাজের সূচনা, শুভ কাজের ক্ষেত্রে অশুভ ফল পাওয়া মেলে ৷ তাই এই তুমুল খারাপ সংযোগ থেকে বাঁচতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
ভদ্রা সূর্য ও তাঁর স্ত্রী ছায়ার মেয়ে ৷ তিনি শনিদেবের নিজের বোন ৷ যেমন ভাবে শনিদেবের অত্যন্ত শক্ত স্বভাবের অতি অল্পতেই অসন্তুষ্ট হয়ে পড়েন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
তখনই সূর্য অত্যন্ত চিন্তিত হন এবং তিনি প্রজাপতি ব্রহ্মার পরামর্শ চান ৷ সেই সময়ে ব্রহ্মার বিধান আসে কোনও শুভ কাজের মাঝে বাধা বিঘ্ন দিয়ে থাকে ভদ্রা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
তাই কোনও ভাবেই ভদ্রাকালে কখনই কোনও শুভ কাজ করা হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
গৃহপ্রবেশ, নতুন কাজ শুরু করা, পূজানুষ্ঠান, মুন্ডন এমনকী ভদ্রাকালে রাখিপরানোও উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
আসলে রাবণের বোন রাবণকে ভদ্রাকালে রাখী পরিয়েছিলেন ৷ তারই এক বছর পরে রামের হাতেই বধ হয় রাবণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
এই বছরও ১১ অগাস্ট রাখিপূর্ণিমা সেই সময়েও ভদ্রাকাল থাকবে ৷ তাই অনেকে ১২ অগাস্ট সকালে ভাইয়ের হাতে রাখি পরাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rakhi 2022 Bhadra Kaal: রাখিতেও ভদ্রার হুঙ্কার! গ্রহরাজই নন বোনও ভয়ঙ্কর! প্রতিটি কাজেই অশুভ ফল