Rahu Rashifal 2023: জীবন ছারখার! নতুন বছরে রাহুর কোপে ৩ রাশি, টাকা-পয়সা-বাড়িতে-গাড়িতে মহানন্দে ৩ রাশির জাতক-জাতিকারা
- Published by:Arjun Neogi
Last Updated:
Rahu Rashifal 2023: তিন রাশির মানুষের জীবন ভয়াবহ হতে চলেছে, কোনও ভাবেই সুখের সন্ধান পাবেন না
advertisement
1/19

২০২৩ সালে শনি, বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করতে চলেছে রাহুও ৷ প্রতি আড়াই বছরে শনি রাশি পরিবর্তন করে বৃহস্পতি রাশি পরিবর্তন করতে সময় নেয় এক বছর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/19
রাহুর গতি সর্বদা বিপরীতে কেননা রাহু রাশি পরিবর্তন করে প্রতি ১৮ মাসে ৷ ২০২৩ সালের ৩০ অক্টোবরে রাশি পরিবর্তন করবে রাহু ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/19
রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে রাহুকে গ্রহ হিসাবে বিবেচনা করা হয়না রাহুকে, ছায়াগ্রহ হিসাবেই রাহুকে বিবেচনা করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/19
শাস্ত্রমতে রাহু ও কেতু ছাড়া প্রতিটি গ্রহের আলাদা আলাদা করে রাশি থাকে ৷ রাহুর চলাচল ১২টি রাশিতে আছে, ১২ রাশিতে প্রভাব ফেলবে ৷ কোনও কুষ্ঠিতে বুধের অবস্থান শক্তিশালী হলে রাহু প্রভাব ফেলতে পারেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/19
আবার ২০২৩-এ বহু গ্রহ রাশি পরিবর্তন করছে এর প্রভাব প্রতিটি রাশির উপরে পড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/19
মেষ: ২০২৩ সালে দ্বাদশ স্থানে অবস্থান করবে রাহুব ৷ এটি অর্থাৎ জেল, নিঃসঙ্গ জীবন বা বিদেশ ভ্রমণের স্থান হিসাবেও মোক্ষম স্থান ৷ বৈদিক শাস্ত্রকে একে অশুভ বলে মনা করা হয় ৷ বছরের শুরুতেই এই রাশির প্রথম ঘরে প্রবেশ করবে রাহু ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/19
ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে ছড়াবে বিভ্রান্তি ৷ দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিলে পড়তে হবে সমস্যা? ৷ অনেক সম্ভাবনা তৈরি হবে টাকা পয়সা হারানোর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/19
গুরু চণ্ডাল দোষের কারণে জীবনে নানান ধরনের বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে ৷ অর্থের অভাব হতে পারে ৷ সাবধানে পথে ঘাটে চলতে হবে ৷ শত্রুদের থেকে সতর্কে থাকুন ৷ পারিবারিক কলহ দূর হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/19
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড় খবর ৷ ৩০ অক্টোবর রাহু অষ্টম ঘরে থাকতে পারে ৷ যদিও অষ্টম ঘরকে শুভ বলে মনে হয়না ৷ স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে ৷ কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/19
বিনিয়োগের সমস্যা হতে পারে ৷ গাড়ি চালানোর সময়ে অত্যন্ত সতর্ক থাকুন, অন্য কারোর কথায় ভুল সিদ্ধান্ত নেবেন না ৷ নতুন বছরে অষ্টম ঘরে বসে থাকা রাহু দ্বিতীয়, চতুর্থ ও দ্বাদশ স্থানে প্রবেশ করবে ৷ ব্যবসায় ক্ষতি হতে পারে ৷ পৈতিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ দেখা দেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/19
মীন রাশিতে ৩০ অক্টোবর রাহু প্রবেশ করবে ৷ রাহু আরোহী ঘরে প্রবেশ করবে ৷ এই ঘরে রাহু বসে প্রথমে পঞ্চম, সপ্তম ও নবম ঘরে প্রবেশ করবে ৷ ২০২৩ সালে কোনও বড় সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/19
এই মুহূর্তে বিনিয়োগ করাটা ক্ষতি হতে পারে ৷ অকারণে ঝামেলায় ফাঁসতে পারেন ৷ ২০২৩ সালের রাহু দ্বিতীয় ঘরে বসে থাকবে ৷ ফলে মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন ৷ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভেবে দেখুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/19
তবে ৩ রাশির জন্য অত্যন্ত ভাল হতে চলেছে রাহুর গোচর ৷ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৩ অত্যন্ত শুভ হবে ৷ কুম্ভর দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে রাহু ৷ যা ধনসম্পদের স্থান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে ৷
advertisement
14/19
এই কারণেই এই বছরে হঠাৎ করে টাকা পেতে পারেন, বাধা বিপত্তি কেটে যাবে, বিনিয়োগ করার সময় ভেবে চিন্তে বিনিয়োগ করুন ৷ আয় বাড়বে স্থাবর বা অস্থাবর সম্পত্তি পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/19
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য কন্যা রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ ফল হতে পারে ৷ রাহু কন্যা রাশির সপ্তম স্থানে অবস্থান করবে ৷ অংশীদারিত্ব কাজের জন্য সাফল্য পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/19
বিবাহযোগ্য যুবক-যুবতীর বাধা বিপত্তি হতে পারে ৷ বিয়ের সম্ভাবনা তৈরি হবে ৷ বিবাহিত পুরুষদের জন্য সময় অত্যন্ত ভাল হবে ৷ জীবনসঙ্গীর সমর্থন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/19
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই রাশি পরিবর্তন জীবনে অনুকূল পরিবেশ নিয়ে আসবে ৷ দশম ঘরে প্রবেশ করবে রাহু ৷ এই ঘরটি চাকরি বা ব্যবসার ঘর হিসাবে বিবেচনা করা হয়ে থাকে ৷ ব্যবসায় ভারল টাকা আসবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/19
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, বাড়ি বা জমি কেনার পরিকল্পনা থাকলে তা সহজেই সম্পন্ন হবে ৷ সব মিলিয়ে দারুণ কাটবে সময় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/19
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি দিয়ে তবেই প্রয়োগ করুন জীবনে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rahu Rashifal 2023: জীবন ছারখার! নতুন বছরে রাহুর কোপে ৩ রাশি, টাকা-পয়সা-বাড়িতে-গাড়িতে মহানন্দে ৩ রাশির জাতক-জাতিকারা