Rahu Nakshtra Parivartan: রাহুর কৃপায় ফুটপাত থেকে রাজত্ব! লাগামছাড়া টাকা ৪ রাশির হাতে! পাপীগ্রহ চরম সুখ দেবে জাতক-জাতিকাদের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Rahu Nakshtra Parivartan: রাহুর নক্ষত্র পরিবর্তনে ঢেলে টাকা ৫ রাশির হাতে, জীবনের সব থেকে সুখ জাতক-জাতিকার নামে
advertisement
1/14

রাহুর নক্ষত্র পরিবর্তন বিশাল উন্নতির মুখ দেখাবে ৩ রাশিকে ৷ জীবনের দারুণ সময়ের মধ্যে যাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
এরফলেই চার জন্য প্রচুর টাকা পয়সা দিতে শুরু করবে রাহু, রাহু ভাল করলে তুমুল ভাল করে, তেমনই খারাপ করলে তুমুল খারাপ করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে অতি সহজেই ৷ কেননা রাহুর নক্ষত্র পরিবর্তন ৪ রাশির জন্য অত্যন্ত ভাল সময় নিয়ে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম সূত্রের খবর বৈদিক শাস্ত্রমতে আগামী ২০ জুলাই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, এই নক্ষত্রেই থাকবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৷ রাহু হল ছায়াগ্রহ একই সঙ্গে রাহু পাপীগ্রহও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
রাহুর চাল বদলাবার সঙ্গে সঙ্গে চার রাশির কপালে তোলা থাকছে অনেক কিছুই ৷ ভাগ্য থাকবে তুঙ্গে, জীবনের নানান ক্ষেত্রে প্রগতি বা উন্নতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে মেষ রাশির জন্য দুরন্ত সময় নিয়ে আসতে চলেছে ৷ ইতিবাচক প্রভাবের ফলে জীবনে নানান সমস্যার সমাধান হবে ৷ আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
আত্মীয় স্বজন ও পারিবারিক বন্ধুদের সঙ্গে বিশেষ ভাল সম্পর্ক গড়ে উঠবে, বিনিয়োগের ক্ষেত্রে লাভের মুখ দেখাবে ৷ বাড়ি বা গাড়ি কেনার মত পরিস্থিতি তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
রাহুর নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে ৷ আত্মবিশ্বাস বাড়বে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন ৷ ব্যবসা বাণিজ্যে লাভের মুখ দেখবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
জীবনসঙ্গীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে ৷ সম্পর্কের মধুরতা নির্ভর করবে ৷ সন্তানের শরীর সংক্রান্ত বিষয়ে নিশ্চিত হবেন, দূর হবে দুশ্চিন্তা ৷ বাড়িতে স্থায়ী ভাবে বসবাস করবে সুখ শান্তি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
ধনু রাশির জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন বিশেষ উন্নতিসাধন করবে ৷ শরীর সংক্রান্ত বিষয়ে এবার আরও উন্নতি হবে ৷ আইন আদালত সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
দীর্ঘ সময় ধরে চাকরির খোঁজে ঘুরছেন এবার তাঁদের জন্য জীবন হতে চলেছে আরও সুন্দর ৷ পারিবারিক সূত্রে যে যে দায়িত্ব পেয়েছিলেন এবার সেই দায়িত্ব অতি সুচারু ভাবে পালন করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
রাহুর এই গোচর কুম্ভ রাশির জন্য ভাল হতে চলেছে ৷ বিশেষ রূপে আর্থিক লাভ পাবেন জতাক-জাতিকারা ৷ আটকে থাকা টাকা পয়সা এবার হাতে পাবেন ৷ বাধা বিপত্তি কাটার ফলেই কাজ সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে আগের থেকে আরও বেশি সংযুক্ত থাকবেন ৷ চাকরিজীবীরা এবার ভাল খবর পাবেন ৷ অফিসে উচ্চ পর্যায়ের আধিকারিদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে ৷ সমস্ত টার্গেট সময়েই পূরণ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
<strong><span style="color: #800080;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rahu Nakshtra Parivartan: রাহুর কৃপায় ফুটপাত থেকে রাজত্ব! লাগামছাড়া টাকা ৪ রাশির হাতে! পাপীগ্রহ চরম সুখ দেবে জাতক-জাতিকাদের