Rahu-Ketu Gochar 2023: সাবধান; রাহু-কেতুর অবস্থান পরিবর্তন! কীভাবে তা প্রভাবিত করবে আপনার ভাগ্যকে জানুন এখনই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রাহু এবং কেতুর প্রভাবে সর্বদাই যে অশুভ ফললাভ হয় এমনটা নয়। অনেক রাশির ক্ষেত্রে রাহু-কেতুর আশীর্বাদে ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে।
advertisement
1/15

আগামী ৩০ অক্টোবর রাহু এবং কেতু নিজেদের অবস্থান পরিবর্তন করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে অশুভ গ্রহ বলে বিবেচনা করা হয়। তবে রাহু এবং কেতুর প্রভাবে সর্বদাই যে অশুভ ফললাভ হয় এমনটা নয়। অনেক রাশির ক্ষেত্রে রাহু-কেতুর আশীর্বাদে ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে।
advertisement
2/15
সাধারণ রাহু আর কেতু ধীর গতিতে নিজেদের অবস্থান পরিবর্তন করেন এবং দেড় বছরে একবার এক গ্রহ থেকে অন্য গ্রহে অবস্থান করেন। আগামী ৩০ অক্টোবর রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে প্রবেশ করবেন।
advertisement
3/15
এবারে দেখে নেওয়া যাক এঁদের স্থান পরিবর্তনে ১২টি রাশির জাতক-জাতিকারা কীভাবে প্রভাবিত হবেন।
advertisement
4/15
মেষ রাশি- মেষ রাশির জাতক-জাতিকারা কথাবার্তায় সকলের মন জয় করবেন। তবে মানসিক অশান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। স্থান পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। কর্মব্যস্ততাও বৃদ্ধি পাবে।
advertisement
5/15
বৃষ রাশি-এই সময় জাতক-জাতিকারা মানসিক অশান্তিতে ভুগবেন। জাতক-জাতিকাদের আত্মসংযম বজায় রাখতে হবে। ক্রোধ বা আবেগ কোনওটাই অধিক প্রকাশ করা ঠিক নয়। শিক্ষার্থীরা এই সময় সফলতা পাবেন। সন্তানের তরফ থেকে সুখবর মিলতে পারে।
advertisement
6/15
মিথুন রাশি- মন প্রসন্ন থাকবে। পারিবারিক জীবন সুখময় হবে। ব্যবসাক্ষেত্রে লাভ হবে।
advertisement
7/15
কর্কট রাশি-মন প্রসন্ন থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ মিলবে।
advertisement
8/15
সিংহ রাশি-মন অশান্ত থাকবে। পরিবারে ধর্মীয় কার্য হতে পারে। মায়ের সূত্রে ধনপ্রাপ্তির যোগ রয়েছে।
advertisement
9/15
কন্যা রাশি- এই সময় জাতক-জাতিকাদের মন প্রসন্ন থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। পরিবারে কোনও ধর্মীয় কাজ হতে পারে।
advertisement
10/15
তুলা রাশি-এই সময় মন আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ মিলবে।
advertisement
11/15
বৃশ্চিক রাশি- মন বিক্ষিপ্ত থাকতে পারে। আত্মসংযম বজায় রাখতে হবে। অযথা বিবাদে না জড়ানোই ভাল। এই সময় লেখাপড়া বা বৌদ্ধিক কাজে ব্যস্ততা থাকবে।
advertisement
12/15
ধনু রাশি-আবেগ সংযমে রাখতে হবে। অধিক পরিশ্রমের পরিস্থিতি তৈরি হবে। কার্যক্ষেত্রে বন্ধুদের সাহায্য মিলবে।
advertisement
13/15
মকর রাশি-এই সময় জাতক-জাতিকাদের মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। পিতার স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে।
advertisement
14/15
কুম্ভ রাশি-মন প্রসন্ন থাকবে। তা সত্ত্বেও আত্মসংযম বজায় রাখতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
advertisement
15/15
মীন রাশি- এই সময় মন প্রসন্ন থাকবে। জাতক-জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। স্বাস্থ্যের দিকে আরও মনোযোগী হতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rahu-Ketu Gochar 2023: সাবধান; রাহু-কেতুর অবস্থান পরিবর্তন! কীভাবে তা প্রভাবিত করবে আপনার ভাগ্যকে জানুন এখনই