নতুন বছরে পাপী গ্রহ রাহুর গ্রাসে চার রাশি! কাজে বাধা থেকে অসাফল্য! প্রতি পদে বিপদ অপেক্ষা করছে কাদের?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে রাহুর গতিবিধি ৪টি রাশির জাতকে সমস্যায় ফেলবে।
advertisement
1/7

ধীরে ধীরে আমরা বছরের শেষ মাসে হাজির হয়েছি। ডিসেম্বর মাস শেষ হলেই আসতে চলেছে নতুন বছর। নতুন বছর মানেই নতুন আশা, আকাঙ্খা, নতুন স্বপ্ন পূরণের ইচ্ছা। আর আসন্ন এই নতুন বছরে গ্রহ নক্ষত্রের গতিবিধি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাপী গ্রহ রাহুর। ২০২৬ সালে রাহু দু'বার তার গতি পরিবর্তন করবে।
advertisement
2/7
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, প্রথমে ২ অগাস্টে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে ধনিষ্ঠ নক্ষত্রে গমন করবে। তারপর ৫ ডিসেম্বর রাহু কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে। কুম্ভ এবং মকর উভয়ই শনির রাশি। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে রাহুর গতিবিধি ৪টি রাশির জাতকে সমস্যায় ফেলবে।
advertisement
3/7
বৃষ রাশি২০২৬ সালে রাহুর প্রতি সতর্ক থাকতে হবে বৃষ রাশির জাতকদের। কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে বাধা আসতে পারে। আয় কমে যাওয়ার ফলে মানসিক চাপ দেখা দিতে পারে। এই রাশির জাতকদের আয় ব্যয়ের তুলনায় কম হতে পারে। ব্যবসায় প্রতিটি পদক্ষেপ সাবধানে নেওয়া প্রয়োজন। গুরুত্বপূর্ণ কাজে বাধা উদ্বেগ বাড়াতে পারে।
advertisement
4/7
সিংহ রাশিসিংহ রাশির উপরও রাহুল প্রভাব থাকবে আগামী বছর। রাহু এই রাশির জাতকদের কর্মজীবনে চ্যালেঞ্জ বাড়াতে পারে। একটি সুষ্ঠুভাবে চালু ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। আর্থিক লাভের সুযোগ সীমিত হবে। এদের আর্থিক লেনদেনেও বাধা আসতে পারে। অন্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লে এদের ক্ষতি হতে পারে।
advertisement
5/7
কন্যা রাশিকন্যা রাশির উপর আগামী বছর রাহুর প্রভাব বজায় থাকবে। এই সময় আপনার প্রচেষ্টা থাকলেও সাফল্য আসবে না। এছাড়াও এই সময় ব্যবসায় সতর্কতা প্রয়োজন। একইসঙ্গে আপনি বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই সময় আয় হ্রাস পেতে পারে এবং ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই সময় স্বাস্থ্যেও প্রভাব পড়তে পারে।
advertisement
6/7
বৃশ্চিক রাশিবৃশ্চিক রাশির উপর রাহুর বিরূপ প্রভাব পড়তে চলেছে। এই সময় বন্ধু বা আত্মীয়ের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। একইসঙ্গে এই সময়ে শ্বশুরবাড়িতে বিরোধ বাঁধতে পারে। ব্যবসায় লাভের যোগ সীমিত। এই সময় মানসিক চাপ বাড়বে। একইসঙ্গে এই সময় কর্মক্ষেত্রে তাড়াহুড়োতে ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
নতুন বছরে পাপী গ্রহ রাহুর গ্রাসে চার রাশি! কাজে বাধা থেকে অসাফল্য! প্রতি পদে বিপদ অপেক্ষা করছে কাদের?