TRENDING:

Rahu Gochar 2023: দেড় বছর পর রাশি বদলাচ্ছে রাহু! ধন, মান বাড়বে এই রাশির জাতক-জাতিকার

Last Updated:
Rahu Transit Effect: সম্পদ থেকে শুরু করে সুস্বাস্থ্য, বাহন, কর্মজীবনে অগ্রগতি এবং সামাজিক সম্মান বাড়বে আগামী দেড় বছর। দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে।
advertisement
1/5
দেড় বছর পর রাশি বদলাচ্ছে রাহু! ধন, মান বাড়বে এই রাশির জাতক-জাতিকার
বৈদিক শাস্ত্র অনুসারে রাহুকে পাপী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই গ্রহের সর্বদাই বক্রী চলন। প্রতি দেড় বছরে রাহু রাশি পরিবর্তন করে। এই বছরের ৩০ অক্টোবর রাহু মঙ্গলের রাশি মেষ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। যদিও রাহু গ্রহের প্রকৃতি নিষ্ঠুর বলে বিবেচিত হয়, তবে এর রাশি পরিবর্তন অনেক রাশির জীবনকে সুখে ভরে দেয়। এবারও তেমনই হতে চলেছে কিছু রাশির ক্ষেত্রে।
advertisement
2/5
৩০ অক্টোবর থেকে তিনটি রাশির ভাগ্যোদয় হতে চলেছে। সম্পদ থেকে শুরু করে সুস্বাস্থ্য, বাহন, কর্মজীবনে অগ্রগতি এবং সামাজিক সম্মান বাড়বে আগামী দেড় বছর। দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে।
advertisement
3/5
বৃষ: এই বছর, ৩০ অক্টোবর রাহুর গোচরের ফলে শুভ ফল লাভ করবে বৃষ রাশি। এই রাশির একাদশ ঘরে থাকবে রাহু, তাই জাতক-জাতিকা আর্থিক লাভের প্রত্যাশা করতে পারেন। আটকে থাকা কাজ শেষ করা যাবে রাহু গোচরের পরে। রাজনৈতিক ভাবে সক্রিয় ব্যক্তিরা বিপুল সাফল্য পাবেন, নতুন উচ্চতা অর্জন করা যাবে। বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে।
advertisement
4/5
কন্যা: রাহুর গোচরের ফলে এই রাশের অষ্টম ঘরে আসতে চলেছে রাহু। এই সময়ে, জাতক-জাতিকার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে। তাদের সঙ্গে বসে কথা বলার সুযোগ পাওয়া যাবে। হঠাৎ আর্থিক সুবিধাও পাওয়া যেতে পারে। তবে ব্যবসায়িক অংশীদারের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে হবে। না হলে ক্ষতি হতে পারে। বৈবাহিক জীবনে সুখ আসবে।
advertisement
5/5
বৃশ্চিক: ২০২৩ সালের রাহু গোচরের পরে এই রাশিফলের পঞ্চম ঘরে আসবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টা ভাল যাবে। শরীর সুস্থ থাকবে। মন থেকে সব ধরনের ঘৃণা দূর হবে। চাকরিতে প্রাধান্য পাওয়া যাবে। ব্যক্তিত্বের উন্নতি হবে, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যাবে। বছরের শেষে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও তৈরি হচ্ছে। সন্তানের সাফল্য প্রত্যাশা করা যেতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rahu Gochar 2023: দেড় বছর পর রাশি বদলাচ্ছে রাহু! ধন, মান বাড়বে এই রাশির জাতক-জাতিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল