TRENDING:

Radha Ashtami 2024: রাধা অষ্টমীতে দুর্লভ ২ শুভ যোগ! কবে পড়েছে? কোন সময় পুজো করলে মনস্কামনা পূর্ণ হবে, কতক্ষণ থাকবে পুণ্যতিথি? জানুন শুভ সময়

Last Updated:
Radha Ashtami 2024: রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ১৪ বা ১৫ দিন পর রাধা অষ্টমী পালিত হয়। এ বছর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে।
advertisement
1/6
রাধা অষ্টমীতে দুর্লভ ২ শুভ যোগ! কবে পড়েছে? কোন সময় পুজো করলে মনস্কামনা পূর্ণ?
ভগবান শ্রী কৃষ্ণের পরম প্রিয় রাধারাণীর জন্ম ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। এই কারণে প্রতি বছর রাধা অষ্টমী পালিত হয় সেই তিথিতে। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ১৪ বা ১৫ দিন পর রাধা অষ্টমী পালিত হয়। এ বছর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে।
advertisement
2/6
শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারির কাছ থেকে জেনে নিন, এই বছর রাধা অষ্টমী কখন? রাধা অষ্টমীর পূজার সময় কত? সেই দিনে রবি যোগ কতক্ষণ থাকবে?
advertisement
3/6
এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১:১১ মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার, ১১ সেপ্টেম্বর রাত ১১:৪৬ মিনিটে শেষ হবে৷ উদয়তিথির ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে।
advertisement
4/6
এবার রাধা অষ্টমীর দিন পূজা করার জন্য ২ ঘন্টা ২৯ মিনিটের শুভ সময় পাবেন। যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারবেন সকাল ১১.০৩ থেকে দুপুর ১.৩২ পর্যন্ত। রাধা অষ্টমীর দুপুরে পূজা হয়।
advertisement
5/6
এবার রাধা অষ্টমীর দিন পূজা করার জন্য ২ ঘণ্টা ২৯ মিনিটের শুভ সময় পাবেন। যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারবেন সকাল ১১.০৩ থেকে দুপুর ১.৩২ পর্যন্ত। রাধা অষ্টমীর দুপুরে পূজা হয়।
advertisement
6/6
এই বছর রাধা অষ্টমীর দিনে ২টি শুভ যোগ তৈরি হচ্ছে৷ রাধা অষ্টমীতে সকাল থেকে রাত ১১.৫৫ মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধাঅষ্টমীর পূজা হবে প্রীতি যোগে। যেখানে রাত্রি ০৯:২২ তে রবি যোগ গঠিত হবে এবং ১২ সেপ্টেম্বর সকাল ৬:০৫ পর্যন্ত চলবে। রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাধা কৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Radha Ashtami 2024: রাধা অষ্টমীতে দুর্লভ ২ শুভ যোগ! কবে পড়েছে? কোন সময় পুজো করলে মনস্কামনা পূর্ণ হবে, কতক্ষণ থাকবে পুণ্যতিথি? জানুন শুভ সময়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল