Raas Purnima Astro Tips 2024: নারকেল সাদা কাপড়ে মুড়ে লাগান সিঁদুর ও আটার ফোঁটা, কপালে লেগে থাকা কালো দোষ ধুয়ে মুছে সাফ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Raas Purnima Astro Tips 2024: রাস পূর্ণিমায় সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন। এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে। এই দিন বেলগাছকে ধূপ দ্বীপ জ্বেলে পুজো করুন।
advertisement
1/10

বৈষ্ণবদের কাছে এই উৎসব হল ভক্ত ও ভগবানের মিলনের উৎসব। এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিন বিশেষ কিছু উপায়ের মাধ্যমে ভাগ্যকে সদা সহায় করা যায়।
advertisement
2/10
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, কার্তিক মাসের পূর্ণিমা উত্তরভারতে দেব দীপাবলি। সারা ভারতে গুরু নানকের জন্মদিবস উদযাপন। আর বাংলার মাটিতে রাস উৎসব । তবে হিন্দি ক্যালেন্ডার অনুসারে এই তিথিকেই বলে কার্তিক পূর্ণিমা। এই বছর রাস পূর্ণিমা পড়েছে ১৫ নভেম্বর, শুক্রবার।
advertisement
3/10
পূর্ণিমার সময় - ১৪ নভেম্বর, বৃহস্পতিবার শেষ রাত ৫/১৩/৩১ মিনিট থেকে ১৫ নভেম্বর, শুক্রবার রাত ৩/২/৩৯ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা।
advertisement
4/10
অমৃতকাল - দিবা ঘ ৬।৫২ মধ্যে ও ৭।৩৫ গতে ৯।৪২ মধ্যে ও ১১।৫৩ গতে ২।৪৩ মধ্যে ও ৩।২৩ গতে ৪।৫০ মধ্যে এবং রাত্রি ৫।৪২ গতে ৯।১৫ মধ্যে ও ১১।৫৬ গতে ৩।২৯ মধ্যে ও ৪.২৩ গতে ৫.৫৫ মধ্যে।
advertisement
5/10
এই দিন খুব সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে গঙ্গায় (গঙ্গায় সম্ভব না হলে যে কোনও নদী বা পুকুরে) স্নান করে, শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগল মূর্তি পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়।
advertisement
6/10
রাস পূর্ণিমায় সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন। এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে। এই দিন বেলগাছকে ধূপ দ্বীপ জ্বেলে পুজো করুন।
advertisement
7/10
এই দিন সন্ধ্যাবেলা একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুর ও আটার ৫টি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন।
advertisement
8/10
এই দিন একটি সাদা কাপড়ের ওপরে কিছুটা কালো তিল, আটা, মুগডাল এবং মাষকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন। পরের দিন এই সব জিনিস দুঃস্থদের মধ্যে দান করে দিন। এর ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
9/10
এই দিন একটি সাদা কাপড়ের ওপরে কিছুটা কালো তিল, আটা, মুগডাল এবং মাষকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন। পরের দিন এই সব জিনিস দুঃস্থদের মধ্যে দান করে দিন। এর ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
10/10
এই পুণ্য তিথিতে চন্দ্রদেবের উপাসনা করাও অত্যন্ত শুভ ফল দেয়। এই দিন বাড়ির যে কোনও খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশে সাদা মিষ্টি অর্পণ করুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Raas Purnima Astro Tips 2024: নারকেল সাদা কাপড়ে মুড়ে লাগান সিঁদুর ও আটার ফোঁটা, কপালে লেগে থাকা কালো দোষ ধুয়ে মুছে সাফ