Raas Purnima 2025 Date-Time: সামনেই রাধা কৃষ্ণের রাসযাত্রা! কবে পড়েছে সেই বিশেষ দিন? কার্তিক পূর্ণিমার তিথি কখন থেকে শুরু? জানুন দিনক্ষণ, শুভ তিথি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Raas Purnima 2025: রাসযাত্রা রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির প্রতীক। বৈষ্ণব ভাবধারায় পূর্ণ এই উৎসব পালিত হয় বাংলাসহ দেশজুড়ে। পূর্ণিমা তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের প্রেম-উৎসব, যার সূচনা হয়েছিল শ্রীচৈতন্যদেবের সময় থেকে।
advertisement
1/7

 জগদ্ধাত্রী পুজোর পরেই অন্যতম আর এক উৎসব রাস। বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম-প্রকৃতির উৎসব। গোপিনী-সহ রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায়। তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে, কোথাও শারদ রাসের, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়।
advertisement
2/7
 বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চন্ডী চরণ হালদার জানিয়েছেন, কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাঁদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন।
advertisement
3/7
 গোপিনীদের ভুল ভাঙে, অহং চূর্ণ হয় এবং তাঁরা শ্রীকৃষ্ণের স্তব করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে শ্রীকৃষ্ণ তাঁদের জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন।
advertisement
4/7
 শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথাও শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তী কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে।
advertisement
5/7
 বৃন্দাবন, মথুরা, আসাম, মণিপুর এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয়। রাধাকৃষ্ণের আরাধনাই মূল বিষয় হলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়। আগামী ৫ নভেম্বর, বুধবার শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা।
advertisement
6/7
 বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি আরম্ভঃ বাংলার ১৮ কার্তিক, মঙ্গলবার। ইংরেজি ৪ নভেম্বর, মঙ্গলবার। সময়রাত ১০টা ৩৮ মিনিট। পূর্ণিমা তিথি শেষ বাংলার ১৯ কার্তিক, বুধবার।ইংরেজির ৫ নভেম্বর, বুধবার। সময় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট ।
advertisement
7/7
 গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভঃ বাংলার ১৭ কার্তিক, মঙ্গলবার। ইংরেজির ৪ নভেম্বর, মঙ্গলবার। সময় রাত ৯টা ২২ মিনিট ১৩ সেকেন্ড। পূর্ণিমা তিথি শেষ বাংলার ১৮ কার্তিক, বুধবার।ইংরেজি ৫ নভেম্বর, বুধবার। সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৪১ সেকেন্ড ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Raas Purnima 2025 Date-Time: সামনেই রাধা কৃষ্ণের রাসযাত্রা! কবে পড়েছে সেই বিশেষ দিন? কার্তিক পূর্ণিমার তিথি কখন থেকে শুরু? জানুন দিনক্ষণ, শুভ তিথি
