TRENDING:

Tulsi Vastu Tips: প্রতি শনিবার নিয়মনিষ্ঠা মেনে করুন তুলসীর এই প্রতিকার, টাকার অভাব কোনওদিনও ধারেকাছে ঘেঁষবে না, মিলবে অষ্টৈশ্বর্য!

Last Updated:
বাস্তুশাস্ত্র মতে গুরুত্বপূর্ণ তো বটেই, কে না জানে তুলসী গাছের ওষধি গুণের কথা৷ এই গাছের ফুল, পাতা সবই ওষধি গুণসম্পন্ন। ঘরের পূর্ব দিকে তুলসী গাছ রাখা হলে, সেই গাছ ছুঁয়ে যে বাতাস ঘরের ভিতর আসবে, তা সংসারে ইতিবাচক শক্তি প্রবাহ বাড়ায়৷
advertisement
1/7
প্রতি শনিবার নিয়মনিষ্ঠা মেনে করুন এই কাজ, টাকার অভাব কোনওদিনও ধারেকাছে ঘেঁষবে না
তুলসী গাছে ঈশ্বরের বাস৷ সাংসারিক অশান্তি থেকে আর্থিক অনটন, তুলসী গাছকে কেন্দ্র করে নিষ্ঠাভরে কিছু নিয়ম পালন করলে মেলে প্রতিকার৷ এমনকি, বিশেষ উপাচারে মেলে অষ্টেশ্বর্য৷
advertisement
2/7
একসময় প্রতিটি গৃহস্থ বাড়িতেই তুলসীমঞ্চ থাকত৷ কিন্তু, বর্তমানে ছোট পরিবার, ফ্ল্যাটে বসবাসের কারণে আমরা তুলসী মঞ্চ সব সময় তৈরি করে উঠতে পারি না৷ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সেক্ষেত্রে, বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ রেখে প্রতিদিন নিষ্ঠা ভরে পুজো করলে, সন্ধ্যা প্রদীপ জ্বালালে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। পরিবারের সদস্যেরা সুস্থ থাকেন। যাবতীয় রোগ দূর হয়।
advertisement
3/7
বাস্তুশাস্ত্র মতে গুরুত্বপূর্ণ তো বটেই, কে না জানে তুলসী গাছের ওষধি গুণের কথা৷ এই গাছের ফুল, পাতা সবই ওষধি গুণসম্পন্ন। ঘরের পূর্ব দিকে তুলসী গাছ রাখা হলে, সেই গাছ ছুঁয়ে যে বাতাস ঘরের ভিতর আসবে, তা সংসারে ইতিবাচক শক্তি প্রবাহ বাড়ায়৷
advertisement
4/7
প্রতিদিন ৪টি তুলসী পাতা খেলেই যথেষ্ট৷ এতে অনেক রোগ নির্মূল করা যায়। বাস্তুবিদেরা জানাচ্ছেন, আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ থাকলেও অনেকেই আমরা নিরন্তর অর্থ সমস্যায় ভুগি৷ সেক্ষেত্রে, বিশেষ কিছু প্রতিকারের পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদেরা৷
advertisement
5/7
বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে, প্রতি শনিবার সন্ধ্যায় তুলসী গাছের কাছে শালিগ্রাম শিলা স্থাপন করে পুজা করা উচিত। এতে সংসারে সমৃদ্ধি আসে৷ জনশ্রুতি আছে, এতে কখনও টাকার অভাব হয় না।
advertisement
6/7
সদ্য বিবাহিত দম্পতিরা এই নিয়ম পালন করলে তাঁদের বিবাহিত জীবন সুখের হয়। কাজেও সাফল্য। বাড়ির সবাই সুস্থ থাকেন।
advertisement
7/7
(Disclaimer: এই নিবন্ধটি জনসাধারণের বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। News18 এই তথ্যের সত্যতা নিশ্চিত করে না। এটিকে একেবারে সত্য হওয়ার কোনও প্রমাণ নেই।) (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Vastu Tips: প্রতি শনিবার নিয়মনিষ্ঠা মেনে করুন তুলসীর এই প্রতিকার, টাকার অভাব কোনওদিনও ধারেকাছে ঘেঁষবে না, মিলবে অষ্টৈশ্বর্য!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল