Purnima Vastu Tips: রাত পোহালেই বছরের শেষ পূর্ণিমা! চালের পাত্রে ‘এই’ জিনিস রাখলেই কুপোকাত অভাব! হাতে অঢেল টাকা!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Purnima Vastu Tips:এই তিথিতে কিছু পালনীয় নিয়ম আছে। বলা হয় সেগুলি পালন করলে সংসারে কোনওদিন অর্থ ও অন্নের অভাব হবে না।
advertisement
1/8

রবিবার অগ্রহায়ণ মাসের পূর্ণিমা। ঘটনাচক্রে এটা বছরের শেষ পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ এবং পুণ্যের।
advertisement
2/8
এই তিথিতে কিছু পালনীয় নিয়ম আছে। বলা হয় সেগুলি পালন করলে সংসারে কোনওদিন অর্থ ও অন্নের অভাব হবে না। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কিরাম।
advertisement
3/8
পূর্ণিমার দিন উপবাস করে লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করা অত্যন্ত পুণ্যজনক। পূর্ণিমা তিথি শুরু হবে ১৪ ডিসেম্বর, শনিবার, বিকেল ৪.১৫ মিনিটে।
advertisement
4/8
পূর্ণিমা তিথি থাকবে ১৫ ডিসেম্বর রবিবার দুপুর ২.৩৬ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে পূর্ণিমার রীতি নীতি।
advertisement
5/8
এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করার শুভ সময় সন্ধ্যা ৪.৫০ থেকে সন্ধ্যা ৬.২৬ মিনিট পর্যন্ত। গঙ্গাস্নানের শুভ সময় সকাল ৬.১৫ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত।
advertisement
6/8
এদিন সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজোয় নিবেদন করুন নতুন চাল ও গুড়ের পায়েস। তুলসিতলায় প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ।
advertisement
7/8
বাড়ির চালের পাত্র থেকে এদিন নিন এক ঘটি চাল, তিনটি গোটা হলুদ, একটি গোটা সুপুরি এবং গঙ্গাজলে শুদ্ধ করে নেওয়া ১ টাকার কয়েন। ঘটিপূর্ণ চালের উপর বাকি জিনিসগুলি বসিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীর পুজোয়।
advertisement
8/8
তার পর নিয়ম নিষ্ঠা মেনে লক্ষ্মীদেবীর পুজোর পর ওই এক ঘটি চাল এবং অন্যান্য জিনিস ঢেলে দিন বাড়ির চালের পাত্রে। এই জ্যোতিষ টোটকা পালনের ফলে সংসারে কোনওদিন ঢুকতে পারবে না অভাব।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Purnima Vastu Tips: রাত পোহালেই বছরের শেষ পূর্ণিমা! চালের পাত্রে ‘এই’ জিনিস রাখলেই কুপোকাত অভাব! হাতে অঢেল টাকা!