TRENDING:

Puri Rathyatra 2024: পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় ৫৩ বছর পর আজ ফের বিরল ঘটনা! বিশদে জানুন এর মাহাত্ম্য

Last Updated:
Puri Rathyatra 2024: প্রতি বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ ও নেত্র উৎসব অনুষ্ঠিত হয়৷ তিথি অনুযায়ী এ বছর একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা৷
advertisement
1/10
পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় ৫৩ বছর পর আজ ফের বিরল ঘটনা! জানুন এর মাহাত্ম্য
এ বছর পুরীর রথযাত্রায় বিশেষ চমক৷ এক দিনের পরিবর্তে দু’দিন ধরে পালিত হবে রথযাত্রা৷
advertisement
2/10
এর আগে ১৯৭৩ সালে দু’দিন ধরে হয়েছিল সোজারথ৷ ৫৩ বছর পর আবার পালিত হবে সেই রীতি৷ সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের বিশিষ্ট পঞ্জিকাকার ডক্টর জ্যোতি প্রসাদ৷
advertisement
3/10
বিরল মহাজাগতিক অবস্থানের জন্যই এই বিরল রীতি পালিত ও অনুষ্ঠিত হবে৷
advertisement
4/10
প্রতি বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ ও নেত্র উৎসব অনুষ্ঠিত হয়৷ তিথি অনুযায়ী এ বছর একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা৷
advertisement
5/10
৫৩ বছর আগে, ১৯৭১ সালে একই দিনে পড়েছিল নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা৷
advertisement
6/10
শাস্ত্রীয় রীতি অনুযায়ী স্নানযাত্রার পর দিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জ্বর আসে৷
advertisement
7/10
সে সময় তাঁদের বিগ্রহ রাখা হয় আলাদা ভাবে৷ বন্ধ থাকে পুরীর মন্দিরের বিগ্রহদর্শন৷
advertisement
8/10
জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহদের রূপটান আয়োজিত হয়৷ একেই বলে নবযৌবন বেশ ও নেত্র উৎসব৷
advertisement
9/10
এ বছর একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় রবিবার রথযাত্রা শুরু হতে দেরি হয়ে গিয়েছে৷ অতিক্রান্ত হয়েছে নির্ধারিত পথের সামান্য দূরত্ব৷
advertisement
10/10
তাই সোমবার ভোর থেকে ফের শুরু হয়েছে রথযাত্রা৷ এদিন ভোরে মঙ্গলারতি এবং খিচুড়ি ভোগ নিবেদনের পর ফের টান পড়েছে রথের রশিতে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Puri Rathyatra 2024: পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় ৫৩ বছর পর আজ ফের বিরল ঘটনা! বিশদে জানুন এর মাহাত্ম্য
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল