Puja Rituals: পুজোর সময় এই ভুলগুলি করছেন না তো? জীবনে ভাল ফলের বদলে ডেকে আনবেন সর্বনাশ!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Puja Rituals: বাড়িতে রোজ ভগবানের পুজো করেও অভাব, কষ্ট দূর হচ্ছে না? আপনি সঠিক নিয়ম মেনে পুজো করছেন তো? জানুন বিশেষজ্ঞের মত
advertisement
1/5

প্রতিদিন ইষ্টদেবের পুজো করেও কোনও ফল পাচ্ছেন না? পুজোর সময় এই ভুল করলে কিন্তু সমাধান হবে না কখনও।
advertisement
2/5
সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, পুজোর সময় কয়েকটি ছোট নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। নয়তো পুজোর ফল পাওয়া যায় না।
advertisement
3/5
তিনি বলছেন, পুজো শুরুর আগে অবশ্যই সংকল্প করতে হবে। এমনটা না করলে পুজোর ফল নিয়ে যান ইন্দ্রদেব।
advertisement
4/5
দামোদরবাবু জানিয়েছেন, পুজো শুরুর আগে হাতে একটু গঙ্গাজল, একটি পুষ্প এবং এক টাকার কয়েন নিয়ে সংকল্প করে তারপর পুজো শুরু করতে হয়। তাহলেই পুজোর কাঙ্খিত ফল পাওয়া যায়।
advertisement
5/5
তিনি বলছেন, কখনও একটি পুজোয় একাধিক মনোবাঞ্ছা জানাতে নেই। যেকোনও একটি মনস্কামনা ইষ্টদেবের উদ্দেশ্যে জানাতে হয়। তাহলে সেই মনস্কামনা পূরণ হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Puja Rituals: পুজোর সময় এই ভুলগুলি করছেন না তো? জীবনে ভাল ফলের বদলে ডেকে আনবেন সর্বনাশ!